আজ মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে গঠন করতে হবে

editor
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৪, ০৫:১৭ অপরাহ্ণ
বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে গঠন করতে হবে

Sharing is caring!

Manual2 Ad Code

ফরহাদ মজহার 

Manual4 Ad Code

এক সময় আমরা দেখেছি টুপি পরা কিংবা লুঙ্গি পরা মানুষ অর্থাৎ ধর্মপ্রাণ মুসলমানদের অতি সহজে ইসলামি জঙ্গি বলে আখ্যা দেওয়া হোত। ‘তরুণ প্রজন্ম’ বলে বোঝাতো শহরের সেকুলার উচ্চবিত্ত শ্রেণীর সন্তানদের। মাদ্রাসা ছিল ইসলামি জঙ্গি উৎপাদনের কারখানা। গরিবের বাচ্চারা ছিল আরশোলার ছা, যাদের যখন তখন নির্মূল করা যায়। আমাদের ভুলে যাওয়া উচিত নয় এর বিরুদ্ধে আমাদের লড়তে হয়েছে। শাহবাগ ও শাপলার বিভাজনের মধ্য দিয়ে এদেশে যে হত্যাযজ্ঞ চলেছে আমরা তা ভুলিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধে মুসলমান মাত্রই জঙ্গী এটাই ছিল প্রধান কৌশল।

সেই সময় হেফাজতে ইসলামসহ ইসলামি দল এবং বিশেষ ভাবে মাদ্রাসার ছাত্রদের পাশে আমি দাড়িয়েছি। সেকুলার শাহবাগপন্থিরা আমার নিন্দামন্দ করেছেন, আকথা কুকথা বলেছেন। আমি গা করি নি। সেই সব এখন ইতিহাস।
এখন দেখছি সনাতন ধর্মাবলম্বীদেরও একই কায়দায় সন্ত্রাসী ও জংগি বলে ট্যাগ দেওয়া হচ্ছে। আর সেটা করছি আমরা। তারা তাদের সম্প্রদায়ের ওপর অত্যাচার নির্যাতনের কোন কথা বললেই তাদের ভারতের দালাল, বিজেপির এজেন্ট, হিন্দু জঙ্গি ইত্যাদি নানান নামে নির্বিচারে ট্যাগ দিয়ে তাদের কন্ঠস্বর রোধ করার চেষ্টা চলছে। সনাতন ধর্মের অনুসারিদের দাবি দাওয়া শুনবার আন্তরিক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা দু:সাধ্য হয়ে পড়েছে। একটা বিপজ্জনক বিভাজনের রাজনীতি প্রবলভাবে বাংলাদেশে গড়ে তোলা হচ্ছে যার পরিণতি হতে পারে ভয়াবহ।
আমরা কিভাবে তা মোকাবিলা জরতে পারি তা নিয়ে আমাদের সকলকেই ভাবতে হবে।
এই অবস্থা থেকে আমাদের দ্রুত বেরিয়ে আসতে হবে। বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে গঠন করতে হবে। আসুন কথা না বলে কাজ করি।

Manual7 Ad Code

 

ফরহাদ মজহার (জন্ম: ৯ আগস্ট ১৯৪৭) একজন বাংলাদেশি কবি, দার্শনিক, মানবাধিকার কর্মী ও পরিবেশবাদী। বাংলাদেশের সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পর তিনি ১৯৭২ সালে প্রবর্তিত সংবিধানের একজন বড় সমালোচক হিসেবে আবির্ভূত হয়েছেন। মজহার রচিত গণঅভ্যুত্থান ও গঠন (২০২৩) বইটির দ্বারা গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্রনেতারা প্রভাবিত হয়েছেন বলে অনেকে মনে করছেন, যেহেতু ছাত্রনেতাদের অনেকে তার পাঠচক্রে অংশ নিত।তার পাঠচক্র থেকে অনুপ্রেরণা পেত।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code