আজ বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জ ধোপাজান নদীনে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন 

editor
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৫, ০৭:২০ অপরাহ্ণ
সুনামগঞ্জ ধোপাজান নদীনে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন 

Sharing is caring!

Manual1 Ad Code
মোঃ ওবায়দুল হক মিলন, সুনামগঞ্জ:

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মনিপুরী হাটিতে ধোপাজান নদীর পাড়ে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (সকাল ১১টায়) নদীপাড়ের ক্ষতিগ্রস্ত স্থানীয় জনসাধারণ ও পরিবেশ সচেতন নাগরিকদের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

সম্প্রতি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ‘লিমপিড ইঞ্জিনিয়ারিং’ নামক একটি কোম্পানিকে ধোপাজান নদীতে বিট বালু উত্তোলনের অনুমতি প্রদান করে। এরপর থেকেই ওই কোম্পানির লোকজন পরিবেশ বিধ্বংসী ভারী খননযন্ত্র ও ড্রেজার ব্যবহার করে নদীতে বালু উত্তোলন শুরু করেছে। এতে নদীর দুই পাড়ে মারাত্মক ভাঙন দেখা দিয়েছে। ঝুঁকিতে পড়েছে পাড়ঘেঁষা বাড়ি-ঘর, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল-মাদ্রাসা।

Manual2 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, ধোপাজান নদীতে নাব্যতার সংকট নেই। এখানে বিট বালুর নামে যেভাবে খনিজ বালু উত্তোলন করা হচ্ছে তা পুরোপুরি অবৈধ। বিআইডব্লিউটিএ’র খনিজ বালু উত্তোলনের অনুমতি প্রদানের কোনো এখতিয়ার নেই। এভাবে অব্যাহত খনন কার্যক্রমে নদীর স্বাভাবিক গঠন ও আশপাশের পরিবেশ চরম হুমকির মুখে পড়েছে। বক্তারা অবিলম্বে ধোপাজান নদীতে বালু উত্তোলন বন্ধের জোর দাবি জানান।

Manual4 Ad Code

মানববন্ধনে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি জনাব একেএম আবু নাছার, হাউসের নির্বাহী পরিচালক জনাব সালেহিন চৌধুরী শুভ, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ, নৌযান সমবায় সমিতির সভাপতি জনাব মোঃ হাফিজ রহমান, জনাব মোঃ আব্দুল গফুর, বিশ্বম্ভরপুর নৌযান সমবায় সমিতির সভাপতি জনাব মোঃ মমিনুল হক ও জনাব মোঃ আবু ইউসুফ প্রমুখ।

Manual4 Ad Code

বক্তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরিবেশ ও মানুষের জীবন রক্ষায় ধোপাজান নদীতে বালু উত্তোলন কার্যক্রম দ্রুত বন্ধ করতে হবে। প্রয়োজনে স্থানীয়ভাবে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code