আজ সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উমামা ফাতেমার পদত্যাগ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ

editor
প্রকাশিত জুন ২৮, ২০২৫, ০২:১১ অপরাহ্ণ
উমামা ফাতেমার পদত্যাগ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ

Oplus_16908288

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক:
নানা অনিয়ম, অনৈতিকতা ও অভ্যন্তরীণ কোন্দলের অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছেন সংগঠনের মুখপাত্র উমামা ফাতেমা।
 শুক্রবার (২৭ জুন) দিবাগত রাতে ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এই সিদ্ধান্ত জানান।
স্ট্যাটাসে উমামা অভিযোগ করেন, প্ল্যাটফর্মটির অভ্যন্তরে দলীয় প্রভাব, স্বার্থান্বেষী মহলের দখল এবং তাকে উদ্দেশ্য করে পরিচালিত অপপ্রচার তাকে কার্যত সংগঠন থেকে সরে যেতে বাধ্য করেছে।
তিনি লিখেছেন, সংগঠনের কার্যক্রম ধীরে ধীরে বিশ্বাসঘাতকতা, দলীয় স্ট্যান্ডবাজি এবং ভাই-ব্রাদার কোরামের রাজনীতিতে পরিণত হয়েছে। স্বচ্ছতা, গণতন্ত্র এবং অন্তর্ভুক্তির যে স্বপ্ন নিয়ে তিনি এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন, তা পদে পদে পদদলিত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি জানান, মার্চ-এপ্রিল মাসেই কার্যত সংগঠন থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। একাধিকবার পদত্যাগের সিদ্ধান্ত নিলেও তা আনুষ্ঠানিকভাবে জানাতে পারেননি।
 তবে সর্বশেষ কাউন্সিলে অংশগ্রহণের পর এবং তার ফলাফলের ভিত্তিতে তিনি এখন পুরোপুরি নিজেকে সংগঠন থেকে সরিয়ে নিয়েছেন এবং প্রদত্ত ভোটও প্রত্যাহার করেছেন।
উমামা ফাতেমা আরও বলেন, ‘আমি অভ্যুত্থানের স্বপ্নকে রক্ষার জন্য এই প্ল্যাটফর্মে গিয়েছিলাম। কিন্তু এখন বুঝি, সেই স্বপ্ন বহু মানুষের মতো আমারও ভেঙে পড়েছে।’