আজ শুক্রবার, ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

রাজনৈতিক বিতর্কে প্রধান উপদেষ্টা কী জাদু দেখাবেন , জানতে চাইলেন মান্না

editor
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ণ
রাজনৈতিক বিতর্কে প্রধান উপদেষ্টা কী জাদু দেখাবেন , জানতে চাইলেন মান্না

Sharing is caring!

Manual2 Ad Code

টাইমস নিউজ

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘কীভাবে ঈদযাত্রা ভালো করা যায়, সেটা নিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ‘জাদু দেখিয়েছেন’ ,কিন্তু রাজনৈতিক বিতর্কে কী জাদু দেখাবেন? এটা তো জানি না; সেজন্যই এখানে বিষয়টা ওপেন রাখা ভালো।’

Manual1 Ad Code

মঙ্গলবার (৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণশক্তি সভা আয়োজিত ‘রাষ্ট্রীয় মূলনীতি পর্যালোচনা সভায়’ তিনি এসব কথা বলেন।

Manual6 Ad Code

মাহমুদুর রহমান মান্না বলেন, ড. ইউনূস মনে হয় সমস্ত রাজনৈতিক দলগুলোকে এখন পর্যন্ত চার বার ডেকেছেন বিভিন্ন ইস্যুতে। কিন্তু তিনি একবারও রাজনীতি নিয়ে, সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর বৈঠক ডাকেনি। উনি ডেকেছেন ইস্যু নিয়ে।

তিনি বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে বলেছি, যেমন করে সংস্কার কমিশন প্রস্তাব করেছে, প্রতিনিধি সম্পর্কে; আমরা এই প্রস্তাবের ব্যাপারে একমত নই। তবে অনেক প্রস্তাবে আমরা একমত হয়েছি। আর যেসব প্রস্তাবে একমত নই সেসব নিয়ে আমরা কথা বলতে থাকবো তাদের সঙ্গে।’

Manual5 Ad Code

রাষ্ট্রের মূলনীতির মধ্যে সমাজতন্ত্র ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘এখনও অনেকেই আছেন সমাজতন্ত্র রাখার পক্ষে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এবং আমার দলের পক্ষ থেকে মনে করি সমাজতন্ত্র এখন আমাদের লক্ষ্য নয়। রাশিয়া এবং পুরো পূর্ব ইউরোপে সমাজতন্ত্রের ধস নামার পরে, পতনের পরে সমাজতন্ত্র মূলনীতি হওয়ার কোনও কারণ নেই।’

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, পিপলস রিপাবলিককে আবার বাংলায় প্রজাতন্ত্র করেছে। এই প্রজা বলতে আবার আমার ভালো লাগে না। প্রজাতন্ত্র কেন হবে? এই বিতর্কে আমেরিকা যে রেস্ট্রিকশন দিয়েছে, তার কারণে গার্মেন্টস ডুবে যায় কী না কে জানে। ওতে কোন সাহায্য হচ্ছে না। আমার অর্থনৈতিক অগ্রগতিকে এই সমস্ত বিতর্ক, এটা সংস্কারের নাম করে এতই ফোকাস হয়ে গেলো, এতই আমাদের কাছে প্রধান হয়ে গেলো, প্রণিধান যোগ্য হয়ে গেল, এইটা এই জাতির অগ্রগতির জন্য, বিষয়টা এরকম নয়।

তিনি আরও বলেন, ড. ইউনূস আমাদের জাদু দেখিয়েছেন। কেউ কল্পনা করতে পেরেছেন যে রোজার মধ্যে জিনিসপত্রের দাম কমাতে পারবে। আমরা এতো স্মুথলি যেতে পারবো। কিন্তু তারপরও সবাই মিলে যদি বলেন উনাকে (ড. ইউনূস) পাঁচ বছর থাকুক বিনা ভোটে; সেটা কি ঠিক হবে? আমি বলতে চাই উনি আমাদের জাদু দেখিয়েছেন। কিন্তু পলিটিক্স ইজ কমান্ডার অব দিস ফাইটিং। আজকে ভালো লাগবে, কিন্তু কালকে যখন খারাপ লাগবে তখন? তখন হবে যে, আজকে গলাগলি কালকে গালাগালি। এটা করবো কেন আমরা?

ইবাইস বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আরিফুর রহমানের সভাপতিত্বে ও গণশক্তি সভার সভাপতি সাদেক রহমানের সঞ্চালনায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code