আজ সোমবার, ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

জুড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

editor
প্রকাশিত নভেম্বর ২, ২০২৫, ০৬:০৫ অপরাহ্ণ
জুড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

Sharing is caring!

Manual4 Ad Code

সাইফুল ইসলাম সুমন, জুড়ী:

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

রবিবার (২ নভেম্বর) দুপুরে বেলাগাঁও গ্রামবাসির আয়োজনে উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বেলাগাঁও গ্রামের শত শত সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বেলাগাঁও গ্রামে প্রায় ২০ হাজার মানুষের বসবাস এবং ৬ হাজার ভোটার রয়েছে। এছাড়া এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরে যাতায়াতের অন্যতম প্রধান রাস্তা এই গ্রামের ওপর দিয়ে গেছে। দেশের অর্থনীতিতে এই গ্রামের কৃষি, মৎস্য ও পযর্টন গুরুত্বপূর্ণ অবদান রাখলেও স্বাধীনতার ৫৪ বছরেও এ গ্রামের কাঙ্খিত কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। অবিলম্বে গ্রামের রাস্তা সংস্কার সহ নতুন রাস্তা নির্মাণ না করা হলে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।

Manual5 Ad Code

মানববন্ধনে বক্তব্য রাখেন, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেলিম আহমেদ, বেলাগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ আলী, কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম, জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক রেজান আলী, ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, ছাত্রনেতা নাঈম আহমেদ, আমির হোসেন, জায়ফরনগর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান জমির, জামায়াত নেতা ফারুক আহমেদ, বিশিষ্ট মুরুব্বি নুরুল আলম, রুবেল আহমেদ, শাহিন আহমেদ, সুহেল আহমেদ, কৃষি উদ্যোক্তা সাইফুল ইসলাম প্রমুখ।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code