আজ রবিবার, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পুঠিয়ার বানেশ্বরে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া অনুষ্ঠিত

editor
প্রকাশিত মে ৩, ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ণ
পুঠিয়ার বানেশ্বরে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া অনুষ্ঠিত

Sharing is caring!

মোহাম্মদ আলী,পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(০৩ মে) দুপুর ১১ টায় হেরার জ্যোতি ট্যুরস এন্ড ট্রাভেলস এর আয়োজনে আলহাজ্ব মাওঃ মনজুর রহমানের পরিচালনায় উপজেলার বানেশ্বর দুলাল মার্কেট সেমিনার কক্ষে এ হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া অনুষ্ঠিত হয়৷
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া শিশু একাডেমীর অধ্যক্ষ হাফেজ মোঃ হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কাফুড়িয়া ডিগ্রী কলেজের অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, জামিরা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম, ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ হোসাইন জিহাদী, সাবেক সেনা সদস্য রুস্তম আলী, মাওলানা আজাহার আলী, সাইদুর রহমান প্রমূখ।
পরিচালক মনজুর রহমান জানান, এ বছর ২০২৫ সালে যারা হজ্বে যাবে তাদের নিয়ে হজ্বের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেখানে ফরজ, ওয়াজিব, তালিবিয়াসহ হজ্বের সার্বিক বিষয়ে তাদের প্রশিক্ষণ দেয়া হয়। বাড়ি থেকে হজ্বে যাওয়া এবং হজ্বের কাজ সম্পাদন শেষে বাড়িতে ফেরা পর্যন্ত সকল কাজের প্রশিক্ষণ দেওয়া হয়।