আজ রবিবার, ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুরে আশা শিক্ষা কর্মসূচির মতবিনিময় সভা

editor
প্রকাশিত মে ৭, ২০২৫, ০২:৩৪ অপরাহ্ণ
মাদারীপুরে আশা শিক্ষা কর্মসূচির মতবিনিময় সভা

Sharing is caring!

Manual1 Ad Code

রাকিব হাসান, মাদারীপুর প্রতিনিধি

Manual2 Ad Code

বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র শিক্ষা কর্মসূচির আওতাভুক্ত মাদারীপুরের কালকিনি উপজেলার ঝড়ে পড়া রোধে শিক্ষার্থীদের (৬ষ্ঠ-৮ম শ্রেণি) অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ মে) বেলা ১১টায় উপজেলার কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সোহরাফ হোসেন কিরনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশা মাদারীপুর জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার শেখ সোহেল আহমেদ।

Manual3 Ad Code

এসময় আরও উপস্থিত ছিলেন, আশা’র জেলা ম্যানেজার গনেশ চন্দ্র দাস, আশা’র উপজেলা সুপারভাইজার স্বপ্না আক্তার, কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ মনিরুজ্জামান, আলিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলনসহ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

Manual7 Ad Code

এসময় বক্তব্যে আশা’র সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ২০১১ সাল থেকেই আশা শিক্ষা কর্মসূচির মাধ্যমে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে কাজ করে আসছে। প্রাথমিক বিদ্যালয়ের শিশু-৫ম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে পাঠদান কেন্দ্র ও দেশব্যাপী মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ-৮ম শ্রেণির পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও ঝরে পড়া রোধে কর্মসূচি হাতে নিয়েছে। এতে অসহায় ও হতদরিদ্র ৯০ জন শিক্ষার্থীর ফ্রি টিউশনির সেবাসহ শিক্ষা উপকরণের জন্য সকল ব্যবস্থা করা হবে। আগামীতে ৯ম ও ১০ম শ্রেণি হতে ঝরে পড়া শিক্ষার্থীদের এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতনার সাথে এগিয়ে আসতে হবে, তবেই প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার মান উন্নয়নে এই কর্মসূচি বিশেষ ভূমিকা রাখতে পারবে।

সমাবেশে অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code