আজ বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে শেষ হলো কৃষকদের ২ দিনব্যাপী পুষ্টি বাগান প্রশিক্ষণ

editor
প্রকাশিত মে ২৬, ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ণ
কালীগঞ্জে শেষ হলো কৃষকদের ২ দিনব্যাপী পুষ্টি বাগান প্রশিক্ষণ

Sharing is caring!

Manual4 Ad Code

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর

Manual1 Ad Code

গাজীপুরের কালীগঞ্জে ২০২৪-২০২৫ অর্থবছরের “অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প (২য় সংশোধিত)”-এর আওতায় দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা শেষে হয়েছে।

কালীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে রোববার (২৫ মে) সকাল থেকে শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালা শেষে হয় সোমবার (২৬ মে) বিকেলে। প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় ৬১ জন প্রদর্শনী কৃষক অংশগ্রহণ করেন।

Manual4 Ad Code

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর কৃষিবিদ দিলরুবা ইয়াসমিন।

গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. আব্দুল মতিন বিশ্বাস, কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম, কৃষি সম্প্রসারণ অফিসার উম্মে রোমান চৌধুরী, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. হাসান আলী প্রমুখ।

প্রশিক্ষণের পাশাপাশি অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল ২১ ধরনের সবজি বীজ, ৫ ধরনের ফলের চারা, জৈব সার, ভার্মিকম্পোস্ট, গার্ডেন নেট, ঝাঝড়ি ও বীজ সংরক্ষণ পাত্র।

Manual1 Ad Code

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দেশের অনাবাদি ও পতিত জমিকে চাষযোগ্য করে তোলা এবং বসতবাড়ির আঙ্গিনায় পুষ্টিবাগান স্থাপন পারিবারিক পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণের আহ্বান জানান।

আয়োজকেরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের মাঝে পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনে উদ্বুদ্ধ করা এবং পরিবেশবান্ধব চাষাবাদে আগ্রহ বাড়ানোই তাদের মূল লক্ষ্য।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code