আজ সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাঘায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাপার বৃক্ষরোপন

editor
প্রকাশিত জুন ৫, ২০২৫, ০৩:০৫ অপরাহ্ণ
বাঘায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাপার বৃক্ষরোপন

Sharing is caring!

Manual8 Ad Code
দোয়েল,  বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে, যৌথ উদ্যোগে বৃক্ষ রোপন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাঘা পৌর কমিটি ও ভ্যারাসিটি সিডলিং সোসাইটি।
বৃহসপতিবার (৫জুন’২৫) আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বাঘা ওয়াকফ এস্টেটের  মাজার প্রাঙ্গনে ক্ষেরসাপাত আমের চারা রোপণ করেন তারা।
বাপার, বাঘা পৌর কমিটির সভাপতি ও ভ্যারাসিটি সিডলিং সোসাইটির পরিচালক ড.আব্দুস সালাম লাভলুর সভাপতিত্বে, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাপান প্রবাসী,জেবিনেট কর্পোরেশন এর ম্যানেজিং ডিরেক্টর ও জাপান রোটারি ক্লাবের সাবেক সভাপতি, বাঘার সন্তান মিজানুর রহমান সাহিন।
বক্তব্যকালে তিনি বলেন,দেশের জলবায়ু পরিবর্তনের লক্ষ্যে তিনি কয়েক বছর থেকেই বৃক্ষরোপন কর্মসূচির আন্দোলনে জাপান রোটারি ক্লাব থেকে সহযোগিতা করছেন। আগামীতেও এ সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। পরে সকলকে নিয়ে বৃক্ষরোপন করেন মিজানুর রহমান সাহিন। ধন্যবাদ জ্ঞাপন করে ড.আব্দুস সালাম লাভলু বলেন,সকলের সহযোগিতা নিয়ে আমরা আগামীতে আরো এগিয়ে যেতে চাই।
উপস্থিত ছিলেন- ভ্যারাসিটি সিডলিং সোসাইটির সেক্রটারি বেনজির আহমেদ বিপ্লব,বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা,বাপার পৌর কমিটির যুগ্ন সাধারন সম্পাদক আমিরুল ইসলাম,কোষাধ্যক্ষ উত্তম কুমার পাল,সদস্য রানু আক্তারি,শরিফ মন্ডল,আব্দুল হামিদ মিঞা প্রমুখ।
এবারে,২০২৫ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হল ” প্লাস্টিক দূষণকে পরাজিত করুন”। এই প্রচারণার লক্ষ্য হল বাস্তুতন্ত্র, বন্যপ্রাণী এবং মানব স্বাস্থ্যের উপর প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করা।
Manual1 Ad Code
Manual4 Ad Code