আজ বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহে ঈদুল আদ্বহার ৩টি জামাত অনুষ্ঠিত

editor
প্রকাশিত জুন ৭, ২০২৫, ১২:১৬ অপরাহ্ণ
মৌলভীবাজারে হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহে ঈদুল আদ্বহার ৩টি জামাত অনুষ্ঠিত

Sharing is caring!

Manual7 Ad Code
সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহ.) পৌর ঈদগাহে মুসলিম উম্মাহর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আদ্বহার তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে। তিনটি জামাতে অর্ধ লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করেছেন।
শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৬ টায়, সাড়ে ৭টায় ও সাড়ে ৮টায় হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহ.) পৌর ঈদগাহে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে এ তিনটি জামাত অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৬টায় অনুষ্ঠিত প্রথম জামাতে ইমামতি করেন বরুনার পীর মুফতি রশীদুর রহমান ফারুক, সানী ইমামের দায়িত্ব পালন করেন উত্তর কলিমাবাদ জামে মসজিদের খতিব মাওলানা মকবুল হোসাইন খান।
সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত ২য় জামাতে ইমামতি করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা শেখ মোহাম্মদ আব্দুল হক, সানী ইমামের দায়িত্ব পালন করেন শান্তিবাগ জামে মসজিদের ইমাম মাওলানা মুজাম্মেল হক মাহিরী।
সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত ৩য় জামাতে ইমামতি করেন পশ্চিমবাজার জামে মসজিদের ইমাম মাওলানা মো. শফিউল আলম সোহেল, সানী ইমামের দায়িত্ব পালন করেন কাজিরগাঁও জামে মসজিদের সানী ইমাম ক্বারী মো. মুহাররম আলী।
পবিত্র ঈদুল আদ্বহার জামাতগুলোতে মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন, মৌলভীবাজার পৌরসভার প্রশাসক বুলবুল আহমেদ, মৌলভীবাজার-৩ আসনের সাবেক সাংসদ এম নাসের রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সাবেক পৌর কাউন্সিলর আলহাজ্ব আয়াছ আহমদ সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন শ্রেনীপেশার লোকজন, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও জেলার কুলাউড়া, রাজনগর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, বড়লেখা ও জুড়ী সহ ৭টি উপজেলার শতাধিক স্থানে ঈদুল আদ্বহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সেসব জামাতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নামাজ আদায় করে কুশল বিনিময় করেছেন।
Manual1 Ad Code
Manual2 Ad Code