আজ সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

স্বপ্নপূরণের আগেই জীবন গেলো মেধাবি শিক্ষার্থী মাহির

editor
প্রকাশিত জুন ১৬, ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ণ
স্বপ্নপূরণের আগেই জীবন গেলো মেধাবি শিক্ষার্থী মাহির

Sharing is caring!

Manual8 Ad Code

গাজী তাহের লিটন, ভোলা প্রতিনিধি:

Manual2 Ad Code

ছোট, ছোট উদ্বাবনি চিন্তা নিয়ে এগুচ্ছিলো ভোলার লালমোহনের মেধাবি শিক্ষার্থী মোস্তাকিম মাহি। স্বপ্নপূরণের লক্ষ্যে পৌঁছার আগেই জীবন গেলো তার।

Manual7 Ad Code

জানাযায়: নিজের রুমে বসে বৈদ্যুতিক মর্টার ও ফ্যান দিয়ে অটোমেটিক ডাস্টবিন বানানোর চেস্টা করেছিলো ৯ম শ্রেণির মেধাবি শিক্ষার্থী । আর এতেই বিদ্যুতায়িত হয়ে জীবন প্রদীপ নিভে গেলো তার।

শনিবার (১৪ জুন) রাতে লালমোহন পৌর শহরের কলেজ গেইট এলাকায় বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোস্তফা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম মাহি লালমোহন মধ্য বাজারের চালের আড়ৎদার মোঃ মনির হোসেনের ছেলে। মা পশ্চিম বাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মাহি লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুলের ৯ম শ্রেণির ছাত্র।

মাহির খালু মনির হাওলাদার জানান, মাহি পলিটেকনিক্যালে পড়ার কারণে নিজে নিজে শিক্ষামূলক কিছু বানানের চেস্টা করতো। তার রুমে বসে সে মর্টার দিয়ে অটোমেটিক ডাস্টবিন বানানের চেস্টায় ছিলো। এসময় অসতর্কতাবসত বিদ্যুতায়িত হয়ে ওয়ালে ছিটকে পড়ে। ঘটনার সময় তার বাবা-মা বাড়িতে ছিল না, তারা বাজারে ছিল। বাজার থেকে ফিরেই তারা ছেলেকে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু তার আগেই মাহির মৃত্যু হয়।

Manual3 Ad Code

লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৈয়বুর রহমান জানান, শনিবার রাত সাড়ে ৮ টায় জরুরি বিভাগে আনা হয় মাহিকে। ইলেকট্রিক শকে তার মৃত্যু হয়েছে।

Manual4 Ad Code

এদিকে মাহির মৃত্যুতে মুহুর্তে শোকের ছায়া নেমে আসে তার অধ্যায়নরত বিদ্যাপীঠেের শিক্ষার্থী ও শিক্ষক মহলে।

Manual1 Ad Code
Manual4 Ad Code