আজ বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে কৃষকরা পেল বীজ ও সার, শিক্ষার্থীরা পেল চারা গাছ

editor
প্রকাশিত জুন ২৬, ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ণ
কালীগঞ্জে কৃষকরা পেল বীজ ও সার, শিক্ষার্থীরা পেল চারা গাছ

Sharing is caring!

Manual8 Ad Code

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-২/২০২৫-২৬ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার, নারিকেল, লেবু, আম ও তাল চারা এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত অপু পরিচালক মো. আব্দুল মতিন বিশ্বাস। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কৃষিবিদ অফিসার ফারজানা তাসলিম।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ১১০০ কৃষককে রোপা আমন (উফশী জাত) ধান বীজ ও সার প্রদান করা হয়। প্রত্যেক কৃষককে ৫ কেজি রোপা আমন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

Manual1 Ad Code

এছাড়া, ৪০০ জন কৃষককে ৫টি করে নারিকেল চারা, ২০০ জন কৃষককে লেবু চারা, ১৩০ জন কৃষককে ৫টি করে আম চারা, ২০০ জন কৃষককে ৫ প্রকারের সবজি বীজ, বিভিন্ন স্থানীয় প্রতিষ্ঠানকে ৮০০টি নারিকেল চারা এবং কৃষক সংগঠনকে ৩০০টি তাল চারা বিতরণ করা হয়।

শুধু কৃষকদের মধ্যেই সীমাবদ্ধ না থেকে, পরিবেশ ও বৃক্ষপ্রেম ছড়িয়ে দিতে ২৫০০ জন শিক্ষার্থীর মাঝে নিম, বেল, জাম ও কাঁঠালের চারা বিতরণ করা হয়।

Manual7 Ad Code

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার উম্মে রোমান চৌধুরী, মাহফুজা আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. হাসান আলীসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কৃষক ও কৃষক সংগঠনের নেতৃবৃন্দ।

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code