আজ সোমবার, ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

হাওরে ফসল রক্ষা বাঁধের কাজে অনিয়ম হলে ব্যবস্থা নেবো- উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান

editor
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৪, ০৬:৪২ অপরাহ্ণ

Sharing is caring!

Manual7 Ad Code
মোঃ ওবায়দুল হক মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি:
পা‌নি সম্পদ বিষয়ক উপ‌দেষ্টা ফসলরক্ষা বাঁ‌ধের কাজ নিয়ে কথা বলতে গিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘হাওরে ফসলরক্ষা বাঁ‌ধের কা‌জে কোনো প্রকার অনিয়ম হ‌লে আমা‌দের জানা‌লে আমরা সা‌থে সা‌থে ব‌্যবস্থা নেব। ফসল রক্ষা বাঁ‌ধের কা‌জে অনিয়ম যা‌তে না হয়, কৃষ‌কের ফসল যাতে ক্ষ‌তি না হয়, আমরা সেই ব‌্যবস্থা নেব।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় সুনামগ‌ঞ্জের তা‌হিরপুর উপ‌জেলার হাওরের ফসলরক্ষা বাঁ‌ধের জ‌রিপ কাজ প‌রিদর্শন শে‌ষে মা‌টিয়ান হাওর পা‌ড়ে সাংবা‌দিক‌দের সঙ্গে আলাপকা‌লে এসব কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান।
উপদেষ্টা বলেন হাওরে যেভাবে প‌লি‌থিন দেখলাম, এসব বিষ‌য়ে আমরা এক‌টি প‌রিকল্পনা হা‌তে নি‌চ্ছি। হাওরের প‌রি‌বেশ-প্রকৃ‌তি কীভা‌বে ঠিক থাক‌বে, তা নিয়ে আমরা এক‌টি প‌রিকল্পনা কর‌ছি। টাঙ্গুয়ার হাওরে পর্যটন চল‌বে। ত‌বে হাওরে পর্যটক‌দের জন‌্য সু‌নি‌র্দিষ্ট কিছু নীাতমালা থাক‌বে, যা মে‌নে চল‌তে হ‌বে।
Manual4 Ad Code

এ সময় উপ‌স্থিত ছি‌লেন পা‌নি সম্পদ মন্ত্রণালয় স‌চিব নাজমুল আহসান, জেলা প্রশাসক ড. মো. ইলিয়াছ মিয়া, পু‌লিশ সুপার মো. আনোয়ার হো‌সেন খান, পা‌নি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারসহ সরকারী দপ্ত‌রের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code