আজ মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

হিন্দু ধর্ম আর ইসকন এক বিষয় নয়: গোলাম পরোয়ার

editor
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৪, ০৭:৩১ অপরাহ্ণ

Sharing is caring!

Manual1 Ad Code
স্থানীয় প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, হিন্দু ধর্ম আর ইসকন এক বিষয় নয়। ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। সাইফুল ইসলাম আলিফকে পরিকল্পিতভাবে হত্যা করেছে ইসকনের জঙ্গিরা; আমরা হত্যার বিনিময়ে হত্যা করব না। আমরা ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দিব না। ধর্মীয় সম্প্রীতির চারণভূমি বাংলাদেশে সংখ্যালঘুরা সুযোগ সুবিধা পাচ্ছে। আমরা রাত জেগে তাদের মন্দির পাহারা দিয়ে বিশ্বে সম্প্রীতির বিরল দৃষ্টান্ত স্থাপন করেছি।

তিনি বলেন, মূলত জুলাই আন্দোলনে সোচ্চার এবং ইসকনের বিরুদ্ধে লেখালেখির কারণেই আলিফ তাদের টার্গেট ছিল। যে কারণে তাকে খুন হতে হয়েছে। এ হত্যায় জড়িত ইসকনের সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবিও জানান তিনি।চট্টগ্রাম আদালতে খুন হওয়া অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জেয়ারত করতে গিয়ে গোলাম পরোয়ার স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন।

বৃহস্পতিবার বিকালে তিনি নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলামের গ্রামের বাড়ি উপজেলার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা গ্রামে যান। তিনি নিহতের শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন। মহান রাব্বুল আলামিনের কাছে পরিবারকে এ শোক সইবার তৌফিক দান করার ফরিয়াদ জানান।

Manual8 Ad Code

কবর জেয়ারত শেষে মোনজাত করার সময় অঝোরে কাঁদলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন তিনি।

Manual5 Ad Code

এ সময় জামায়াতে ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের আমির ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, মহানগর জামায়াতে ইসলামী নায়েবে আমির নজরুল ইসলাম খান, দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি বদরুল হক, কর্মপরিষদ সদস্য জাফর সাদের, ড. হেলাল উদ্দিন নোমান, লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ তার সঙ্গে ছিলেন।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code