আজ শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কলমাকান্দায় সভাপতি পদে খায়ের ও সাধারণ সম্পাদক পদে সাইদুর

editor
প্রকাশিত জুলাই ১২, ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ণ
কলমাকান্দায় সভাপতি পদে খায়ের ও সাধারণ সম্পাদক পদে সাইদুর

Sharing is caring!

আসাদুজ্জামান তালুকদার নেত্রকোণা:

 

ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন দীর্ঘ ১১ বছর পর আজ শনিবার (১২ জুলাই)  অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনকে ঘীরে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।  উপজেলা জুড়ে ছিল পোস্টারিং, তোরণ নির্মাণ, দাওয়াতপত্র বিতরণসহ নানা আয়োজন।

সম্মেলনে সভাপতি পদে ৪ জন এবং সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন- বর্তমান আহ্বায়ক এমএ খায়ের, সাবেক আহ্বায়ক আব্দুস ছালাম কেরণ, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান পাঠান বাবুল এবং শেখ গোলাম মৌলা।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে লড়েছেন— বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন মন্ডল, যুগ্ম আহ্বায়ক মো. ওবায়দুল হক এবং যুগ্ম আহ্বায়ক মো. সাইদুর রহমান ভূইয়া।

দলীয় নেতারা জানান, বিগত এক যুগ ধরে সম্মেলন না হওয়ায় তৃণমূলে একধরনের স্থবিরতা দেখা দিয়েছিল। এবার সেই অচলায়তন ভেঙে নব উদ্দীপনায় দলকে সুসংগঠিত করতে এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে।

প্রসঙ্গত, সর্বশেষ উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালে। তখন সভাপতি হন এমএ খায়ের এবং সাধারণ সম্পাদক হন আনিছুর রহমান পাঠান বাবুল। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন আব্দুল মতিন।

দ্বি-বার্ষিক সম্মেলনে  উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম।

প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, বিশেষ বক্তা হিসেবে ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ এবং নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী প্রমুখ।

উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ খায়ের ও সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান পাঠান বাবুল। এছাড়াও কেন্দ্রীয়, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে সভাপতি পদে এম এ খায়ের ও সাধারণ সম্পাদক পদে সাইদুর রহমান ভূইয়া নির্বাচিত হয়েছেন।