আজ মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের  জেলা কমিটি গঠিত

editor
প্রকাশিত জুলাই ১৩, ২০২৫, ০৪:৫২ অপরাহ্ণ
সুনামগঞ্জে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের  জেলা কমিটি গঠিত

Sharing is caring!

Manual2 Ad Code
মোঃ ওবায়দুল হক মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সুনামগঞ্জ জেলা কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সুনামগঞ্জ জেলা  আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৈয়বুর রহমান বাবুলকে সভাপতি ও  প্রভাষক দুলাল মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে ১১জুলাই শুক্রবার সন্ধ্যায় শহরের শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হলে অ্যাডভোকেট তৈয়বুর রহমান বাবুলের সভাপতিত্বে ও প্রভাষক দুলাল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় হাওরের প্রাকৃতিক পরিবেশ – জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং  সাংগঠনিক বিষয়ে প্রধান আলোচক ছিলেন  বাপা কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রফেসর  ড. নূর মোহাম্মদ তালুকদার।  বিশেষ আলোচক ছিলেন  বাপা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলমগীর কবীর। স্বাগত বক্তব্য রাখেন সাজাউর রহমান।
অন্যান্যের মধ্যে আলোচনা  রাখেন- বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আসাদ উল্লাহ সরকার, নারী নেত্রী ও পরিবেশ কর্মী  কলি তালুকদার আরতি, প্রভাষক হাবিবুল্লাহ আছকির  তালুকদার, প্রধান শিক্ষক শামসুল আলম রাসেল প্রমুখ।
দীর্ঘ আলোচনার পর উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক ৪১ সদস্য বিশিষ্ট বাপা সুনামগঞ্জ জেলা কমিটি ঘোষণা করেন।কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা  হলেন,  সহ-সভাপতি অ্যাডভোকেট আসাদ উল্লাহ সরকার, রওনক আহমদ বখ্ত,কলি তালুকদার আরতি, যুগ্ম -সম্পাদক সাজাউর রহমান, রজত কান্তি রায়, মো. শাহিন মিয়া,সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, অর্থ সম্পাদক শাহ মো. কামরুজ্জামান,সদস্য মুহাম্মদ মিসবাহ উদ্দিন, বিমল বনিক, হাবিবুল্লাহ আছকির তালুকদার, মো,জামাল হোসেন, আলী হায়দার, মো. শাহজাহান. মোজাম্মিল হোসেন, শীলা বসু, হেলাল আহমেদ,মো. আনোয়ারুল হক, শামসুল আলম রাসেল, মো.আব্দুর রব, মো.ইকবাল হোসেন,আশরাফুল আলম, মো. মশিউর রহমান, আশুতোষ দাশ,গিলেমান আলম, মো. হাফিজুর রহমান, মো. মাসুদুল মামুন রেসিন, জয়ন্ত পাল, মো.হাসান আহমদ, আবু জাকের প্রিন্স, সীমা নাগ, মো.আলমগীর শাহ, মো. নজরুল ইসলাম, হাফিজ শেখ আব্দুল গফফার, মো.শফিকুল ইসলাম, মো.ইসমাইল মিয়া,মাহবুবুর রহমান রুবেল, আসিফ বিল্লাহ্ ও আশরাফুল জাকিরিন।
আলোচকগণ বলেন, “আজকের এই বিশেষ দিনে আমরা এক গুরুত্বপূর্ণ প্রয়াসে একত্রিত হয়েছি—বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সুনামগঞ্জ জেলা কমিটি গঠন। এটা শুধু একটি সাংগঠনিক কাজ নয়, বরং এটি পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির এক নতুন অধ্যায়ের সূচনা।আমরা জানি, সুনামগঞ্জ একটি হাওর-নির্ভর প্রাকৃতিক অঞ্চল। এখানকার জলাভূমি, নদী-নালা, হাওর-বিল, পাহাড়ি ছড়া—সবই আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এই প্রকৃতির ওপর নানা দিক থেকে হুমকি আসছে—অবৈধ বালু-পাথর উত্তোলন, নদীর পাড় কাটা, রাসায়নিক দূষণ, নির্বিচারে গাছ কাটা, জলবায়ু পরিবর্তনের প্রভাব—এসব মিলে আমাদের অস্তিত্বকেই প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে।
এই পরিস্থিতিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) একটি নিরপেক্ষ, গণতান্ত্রিক এবং বিজ্ঞানভিত্তিক সংগঠন হিসেবে দেশের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আমাদের দায়িত্ব হলো সেই আন্দোলনকে সুনামগঞ্জের বাস্তবতার আলোকে শক্তিশালী ও কার্যকর করে তোলা।
আমরা বিশ্বাস করি, আজ যে জেলা কমিটি গঠিত হবে, তাঁরা দায়িত্বশীল, উদ্যমী ও দক্ষভাবে কাজ করবেন। তাঁরা কেবল সমস্যা দেখবে না, বরং সমাধানের পথ খুঁজে বের করে এগিয়ে যাবেন। তাঁরা স্থানীয় জনগণ, প্রশাসন এবং গণমাধ্যমের সাথে সমন্বয় রেখে কার্যকর ভূমিকা রাখবেন।”
Manual1 Ad Code
Manual6 Ad Code