আজ রবিবার, ৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে লালতীর সীড কোম্পানির উদ্যাগে নার্সারী মালিকদের নিয়ে নার্সারী মিটিং অনুষ্ঠিত “

editor
প্রকাশিত আগস্ট ২, ২০২৫, ০২:২৩ অপরাহ্ণ
হবিগঞ্জে লালতীর সীড কোম্পানির উদ্যাগে নার্সারী মালিকদের নিয়ে নার্সারী মিটিং অনুষ্ঠিত “

Sharing is caring!

হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার  দূর্গাপুর গ্রামে লালতীর সীড কোম্পানি লিমিটেড এর উদ্যাগে আজ শনিবার ২ আগস্ট  বিকাল ৩ :৩০ ঘটিকায়  এক নার্সারী  মিটিং ইমাম গাজ্জালী মাদ্রাসায়  অনুষ্টিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাল তীর সীড কোম্পানির  ডিভিশনাল ম্যানেজার  তাপস চক্রবর্তী, বিশেষ অতিথি ফারুক আহমেদ উপসহকারী কৃষিকর্মকর্তা, কৃষিবিদ রিজওনাল ম্যানেজার গোলাম আজম,  , গাজ্জালী মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ নূরুল ইসলাম, মোঃ আরজু মিয়া ডিলার, মোঃ শামীম মিয়া ডিলার ও মাহমুদুল হাসান জাহিদ, ডেপুটি ম্যানেজার পিডিএস, মোঃ সোহেল রানা টেরীটরী ম্যানেজার, হবিগঞ্জ প্রমুখ ব্যক্তিবর্গ।সেলস প্রোমোশন জন্য লাল তীর সীড কোম্পানি শীতকালীন সিজনাল সবজির জাত, নতুনজাত  পণ্যের উপর আলোচনা করা হয়।
ফুল কপি  তাব্বি সুপার,এবং এল টি স্নোবল, বাঁধাকপি টাইট- ৬০,ম্যাজিক ৬৫, ব্রোকলি আরলি ইউ, লাকি ও  মরিচ সনিক, মরিচসুপার,মরিচকিং, প্রিমিয়াম  আগষ্ট থেকে অক্টোবর শীত কালীন  হাইব্রিড জাতসমূহ  নিয়ে আলোচনা করেন এবং নার্সারীম্যানদের মতামত গ্রহন করেন এবং যে সকল জাত সমূহ  ভাল প্রত্যাশিত ফলাফল দেখিয়েছে, সেইসব প্রোটেনশিয়াল কৃষক সকলের উদ্দেশ্য  সফলতা সমূহ মিটিং এ  উপস্থাপন করেন এবং  ডিভিশনাল ম্যানেজার তাপস চক্রবর্তী সকল কে বলেন, লালতীর সকল কৃষকের আপনজন সর্বদা পাশে থেকে কাজ করবে, ভালো জাতসমূহ নিয়ে আগামী দিনে ও ভালো ফলাফল দেখাবে আমাদের বিশ্বাস  ।
মিটিং সঞ্চলনা করেন ডেপুটি ম্যানেজার মাহমুদুল হাসান জাহিদ। উক্ত মিটিং এ শতাধিক  নার্সারীম্যান ও মডেল কৃষক  উপস্থিত ছিলেন।