ঘুষ-দূর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে নীলফামারীর জলঢাকায় সাব-রেজিস্ট্রার লুৎফর রহমান মোল্লার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা সচেতন নাগরিক সমাজের আয়োজনে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সচেতন নাগরিক সমাজের আহবায়ক সমাজ কর্মী আনোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,উপজেলা তাঁতী দলের সভাপতি আলমগীর হোসেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম-সমন্বয়কারী মোহাইমেনুর রহমান সানা,তরুন দলের সভাপতি উমর ফারুক সাবু, ছোট বাবু,সাইফুল ইসলাম, ২৪’র গণঅভ্যুত্থানের সক্রিয় জুলাই যোদ্ধা রক্সিসহ অনেকে।
বক্তারা জানান,বর্তমান সাব-রেজিস্ট্রার দলিলে সামান্য ভুলের কারনে দলিল লেখকের মাধ্যমে গৃহীতার নিকট মোটা অংকের টাকা আদায়, এনফি’স এর নামে দলিল প্রতি ২ হাজার থেকে ৩ হাজার টাকা অতিরিক্ত আদায় করে আসছেন। তার এই ঘুষ-দূর্নীতিতে অতিষ্ঠ হয়ে আমরা আজ মানববন্ধন করছি,আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়াও নকল নিতে অতিরিক্ত টাকা না নেওয়ার জন্য নকল নবিশদের প্রতি অনুরোধ জানান তারা।
অতিদ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে বা এ ধরনের ঘুষ-দূর্নীতি বন্ধ না করলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ।
ঘুষ-দূর্নীতির বিষয়ে জানতে চাইলে সাব-রেজিস্ট্রার লুৎফর রহমান মোল্লা বলেন,“টাকা তো আমি গ্রহণ করিনা,অফিসের বাহিরে দলিল লেখকদের কে কত টাকা দিলো সে দায় তো আমার না। যাদের কাছে অতিরিক্ত টাকা চাইবে তারা যেন বুঝেশুনে দেন।”