আজ মঙ্গলবার, ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বানেশ্বর হাটে অসুস্থ গরু জবাই করার চেষ্টা, মালিককে অর্থদণ্ড 

editor
প্রকাশিত আগস্ট ২৫, ২০২৫, ০৪:২৩ অপরাহ্ণ
বানেশ্বর হাটে অসুস্থ গরু জবাই করার চেষ্টা, মালিককে অর্থদণ্ড 

Sharing is caring!

মোহাম্মদ আলী,পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ
অসুস্থ ও মৃতপ্রায় একটি গরু প্রাণিসম্পদ বিভাগ থেকে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর হাটে জবাই করার চেষ্টা কালে মোবাইল কোর্ট পরিচালনা করেন পুঠিয়া  সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।
এ সময় রোগাক্রান্ত পশু জবাইয়ের উদ্দেশ্যে বাজারে আনার অভিযোগে এক পশু মালিককে অর্থদণ্ড প্রদান করা হয়। ঘটনাটি ঘটে সোমবার (২৫ আগস্ট ২০২৫) সকাল ১১ টায় পুঠিয়ার বৃঘত্তর বানেশ্বর বাজার মাংস পট্রিতে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস জানান, রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর হাটে ওই গরুর মালিক আনোয়ার হোসেন সকাল ১১টার দিকে একটি মৃতপ্রায় অসুস্থ পূর্ণবয়স্ক গরু বানেশ্বরের মাংস পট্রিতে নিয়ে আসেন। কোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই গরুটি জবাই করার চেষ্টা চালান। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করি এবং গরুর মালিক আনোয়ার হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করি।
তিনি আরো জানায়, নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট নিয়মিত পরিচালিত হবে। ভবিষ্যতে অনুরূপ ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। এ অভিযানকে উপজেলাবাসী স্বাগত জানিয়েছে।