Sharing is caring!

তিমির বনিক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতা ভোগিদের বই বিতরণ ও সকল ভাতা ভোগিদের যাচাই বাছাই করনে লাইভ-ভেরিফিকেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫শে আগস্ট) শ্রীমঙ্গল পৌরসভার মহসিন অডিটোরিয়মে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো: ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: জহিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার সোয়েব হোসেন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার করসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা এবং উপকার ভোগীগণ।