Sharing is caring!
উৎফল বড়ুয়া
বাংলাদেশের অন্যতম বুদ্ধ কীর্তন কিংবদন্তী,লেখক-কীর্তনশিল্পী-ডাকপরিদর্শক সঞ্জীব চন্দ্র বড়ুয়া ও মহিয়সী নারী মনিবালা বড়ুয়া স্মৃতি পরিষদের উদ্যোগে প্রতিবছরের ন্যায় অষ্টপরিস্কার ও বার্ষিক প্রান্তিক সন্মাননা “কল্পনা বড়ুয়া স্মৃতি স্মারক বিতরণ” অনুষ্ঠান ৬ ডিসেম্বর দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
শাকপুরা লালচাঁদ বাড়ীস্থ “সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশান ভূমি চত্বরে অনুষ্ঠিত এ উপলক্ষে ৬ ডিসেম্বর শুক্রবার সকাল ৭টায় মহতি সংঘদানানুষ্ঠান শাকপুরা লালচাঁদ বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলপাল থেরো’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন -শাকপুরা ধম্মানন্দ বিহারের অধ্যক্ষ বিদর্শনাচার্য্য শাসনপ্রিয় মহাথের। বিশেষ অতিথি ছিলেন-শাকপুরা প্রজ্ঞাবংশ বিদর্শন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত শীলপ্রিয় থেরো, প্রধান ধর্মদেশক ছিলেন-শাকপুরা তপোবন বিহারের উপাধ্যক্ষ এম প্রজ্ঞামিত্র থেরো। কাঞ্চননগর সার্বজনীন কনকারাম বিহারের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি বাবু অদীপ বড়ুয়ার পঞ্চশীল প্রার্থণায় অনুষ্ঠিত এ সভায় অতিথি ছিলেন- ভদন্ত জ্ঞানমিত্র ভিক্ষু, ভদন্ত আনন্দ ভিক্ষু, ভদন্ত সরূপানন্দ ভিক্ষু প্রমুখ। বেলা ১ টায় মধ্যহৃ ভোজে অংশ গ্রহন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
বেলা ২ টায় বার্ষিক প্রান্তিক সন্মাননা অনুষ্ঠান পরিষদের পরিচালক ও আমেরিকান শিপিং লাইন্স বাংলাদেশ চাপ্টারের ব্যবস্থাপক বাবু সঞ্চয়ন বড়ুয়া। এতে উদ্বোধক ছিলেন- মেসার্স ফ্লোরা এন্ড ব্রাদার্স প্রা লি এর ব্যবস্থাপনা পরিচালক ও দানশীল ব্যক্তিত্ব লায়ন সোহেল বড়ুয়া।
প্রধান অতিথি ছিলেন-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রনালয়ের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নব নির্বাচিত ট্রাস্টি বাবু রুবেল বড়ুয়া হৃদয়। প্রধান বক্তা ছিলেন- আনোয়ারা মোহছেন আউলিয়া ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ দেবপ্রিয় বড়ুয়া অয়ন।
প্রধান অতিথি ছিলেন- গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও সমাজ সংস্কারক বিষু কুমার বড়ুয়া। সঞ্জীব-মনিবালা স্মৃতি পরিষদের পরিচালক ও বিসিজি ট্রাষ্ট কলেজের গণিত বিভাগের অধ্যাপক সুকান্ত বড়ুয়ার স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত এ সভায় মহান অতিথি ছিলেন – সিদ্ধার্থ টিভির সিও ও দানশীল ব্যক্তিত্ব এপোক্সিয়ান মৃণাল কান্তি বড়ুয়া, স্বর্ধম সংস্কারক বাবু অদীপ বড়ুয়া।
লিজন বড়ুয়া ও পুনম বড়ুয়ার উপস্থাপনায় অনুষ্ঠিত এ সভায় সন্মানিত অতিথি ছিলেন-বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সভাপতি ব্যাংকার লায়ন দুলাল কান্তি বড়ুয়া, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মৃদুল বড়ুয়া, সাধারন সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া, অর্থ সম্পাদক শিক্ষক উজ্বল মুৎসুদ্দি, বাংলাদেশ পুজা উদযাপন কমিটি বোয়ালখালী শাখার সভাপতি শ্যামল বিশ্বাস, সমাজসেবক জীবন বড়ুয়া,বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফান্ডেশনের সাংগঠনিক সম্পাদক শিক্ষক মিলন বড়ুয়া, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শীলা বড়ুয়া, কমরেড অনুপম বড়ুয়া পারু, সংগঠক এম নজরুল ইসলাম, একুশে পদক প্রাপ্ত বিনয়বাশি শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা বিপ্লব জলদাস, কীর্তনশিল্পী চানক্য বড়ুয়া, কীর্তনযন্ত্রশিল্পী পরিতোষ বড়ুয়া, পন্ডিত ও কৌতুক অভিনেতা জয়নিল বড়ুয়া, সংগঠক বাবু কমলজ্যোতি বড়ুয়া,সংগীত প্রশিক্ষক কমল বড়ুয়া, বাবু সজল বড়ুয়া,বাবু জুয়েল বড়ুয়া,বাবু শোভন বড়ুয়া, বাবু কল্লোল বড়ুয়া,শাকপুরা লালচাঁদ বিহার কমিটির সাধারন সম্পাদক বাবু শম্ভুমিত্র বড়ুয়া, মধ্যম শাকপুরা ধ্রুবতারা তরুন সংঘের সভাপতি প্রকৌশলী রাজীব বড়ুয়াসহ সঞ্জীব-মনিবালা বড়ুয়ার মেঝ কন্যা করুনা বড়ুয়া, বড় পুত্র সন্তান অবসরপ্রাপ্ত ডাক কর্মকর্তা অমল বড়ুয়া দুলু, মেঝ পুত্র সন্তান শপিং কর্মকর্তা অমর বড়ুয়া, কনিষ্ট কন্যা প্রীতি বড়ুয়ার স্বামী শিক্ষক মোহন লাল বড়ুয়া, সেঝ পুত্র সন্তান অবসরপ্রাপ্ত ডাক কর্মকর্তা অমিয় কান্তি বড়ুয়া,খুলু পুত্র সন্তান অধীর বড়ুয়া, কনিষ্ঠ পুত্র সন্তান চাকুরীজীবি কমল বড়ুয়া প্রমুখ।
এ সময় দেশের বিভিন্ন জেলা-উপজেলা ও গ্রামের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা নিন্ম লিখিত ব্যক্তিদের গলায় উত্তোরীয় পরিয়ে “কল্পনা বড়ুয়া স্মৃতি স্মারক” বিতরণ করা হয়।
শ্রীমতি বকুল বড়ুয়া(স্বর্দ্ধম পালনে) লালচাঁদ বাড়ী শাকপুরা। শিক্ষক মোঃ ফারুক ইসলাম (শ্রেষ্ঠ শিক্ষক) প্রধান শিক্ষক-দক্ষিণ করলডেঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ডাঃ খোকন বড়ুয়া (চিকিৎসা সেবায়) উত্তর গুজরা রাউজান,বাবু পরিতোষ বড়ুয়া(সুরকার ও গীতিকার) বিনাজুরী রাউজান, বাবু পিন্টু বিশ্বাস(সমাজসেবায়) মধ্যম শাকপুরা, বাবু রাহুল বড়ুয়া(সমাজ সেবায়) লালচাঁদ বাড়ী শাকপুরা বোয়ালখালী, শিক্ষক অসীম কান্তি বড়ুয়া(শিক্ষায়) সিনিয়র সহকারী শিক্ষক পশ্চিম গুজরা ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রাউজান,মোঃআজিজ (কবরবন্ধু)পশ্চিম শাকপুরা বোয়ালখালী,বাবু সুশান্ত বড়ুয়া বাবু (সমাজকর্মী) পূর্বপাড়া শাকপুরা,বাবু অসীম বড়ুয়া (কীর্তনশিল্পী) পাঁচরিয়া পটিয়া, বাবু সুব্রত চৌধুরী টিপু (কীর্তনশিল্পী) পাঁচরিয়া পটিয়া,বাবু নিকাশ বড়ুুয়া বাবু (কীর্তনশিল্পী) দক্ষিণ শাহামীরপুর (জুলধা)কর্ণফুলি,বাবু পলাশ চৌধুরী (কীর্তনশিল্পী)বৈদ্যপাড়া বোয়ালখালী, শিক্ষক অরূপ বড়ুয়া, (শিক্ষায়) সহকারী শিক্ষক-পাহাড়ীকা উচ্চ বিদ্যালয়, বাবু শংকর বড়ুয়া (স্বর্দ্ধম সেবক)লালচাঁদ বাড়ী শাকপুরা,বাবু এন কে বড়ুয়া (শ্মশানবন্ধু) লালচাঁদ বাড়ী শাকপুরা, বাবু প্রণব বড়ুয়া(সমাজসেবক)লালচাঁদ বাড়ী শাকপুরা, বাবু রোমেন বড়ুয়া(সমাজকর্মী)লালচাঁদ বাড়ী শাকপুরা, বাবু পলাশ বড়ুয়া( সমাজকর্মী)লালচাঁদ বাড়ী শাকপুরা, বাবু উত্তম বড়ুয়া(সমাজকর্মী)লালচাঁদ বাড়ী শাকপুরা, বাবু দোলন বড়ুয়া (সমাজকর্মী)লালচাঁদ বাড়ী শাকপুরা, বাবু চয়ন বড়ুয়া (সমাজকর্মী)লালচাঁদ বাড়ী শাকপুরা, রীমা বড়ুয়া (স্নাতকোত্তর)লালচাঁদ বাড়ী শাকপুরা, বাবু কমল কান্তি বড়ুয়া(কীর্তনশিল্পী)বেলখাইন পটিয়া, বাবু এলফেট বড়ুয়া (আদর্শ পরিবার গঠনে) হাজারীরচর বোয়ালখালী, প্রকৌশলী সবুজ বড়ুয়া (সাংগঠনিক কাজে)মইতন সেনবাগ নোয়াখালী, মিসেস সুমিত্রা বড়ুয়া(শ্বশুর-শ্বাশুড়ি সেবায়) কর্তালা পটিয়া প্রমুখ।
উল্লেখ- সাংবাদিক অধীর বড়ুয়া ও নারীনেত্রী ইলা বড়ুয়ার সার্বিক ব্যবস্থাপনায় এ পর্যন্ত দেশের বৃহত্তর সম্প্রদায়ের ১হাজার ৫শ জন কৃতি শিক্ষার্থীসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিবর্গকে আনুষ্ঠানিক সন্মাননা প্রদান করা হয়েছে।