আজ শুক্রবার, ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে জুড়ীতে সচেতনতা বৃদ্ধির প্রচারাভিযান

editor
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ণ
জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে জুড়ীতে সচেতনতা বৃদ্ধির প্রচারাভিযান

Sharing is caring!

Manual8 Ad Code

সাইফুল ইসলাম সুমন, জুড়ীঃ

Manual5 Ad Code

মৌলভীবাজার জেলার জুড়ীতে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সচেতনতা  বৃদ্ধির প্রচারাভিযান সভা অনুষ্ঠিত হয়েছে। “জলবায়ু সহনশীল মাছ চাষে, জীবন জীবিকায় সমৃদ্ধি আসে” এই শ্লোগানকে সামনে রেখে মৎস্য অধিদপ্তর বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাস্তবায়নাধীন প্রকল্প কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারীজ এন্ড একুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনব্যাপী র‌্যালি পরবর্তী উপজেলা পরিষদ  অডিটোরিয়ামে জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক মোঃ আসাদুল বাকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা ডা. মোঃ আরিফ হোসেন, জুড়ী উপজেলা মৎস্য অফিসার মনিরুজ্জামান, জুড়ী থানার ওসি মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ফিল্ড কো-অর্ডিনেটর ডঃ শফি উল্লাহ, প্রজেক্ট সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট ফারজানা আক্তার, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজীর আহমেদ রাসেল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, প্রথম আলো পত্রিকার প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু ।

এ সময় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও উপজেলার বিভিন্ন মৎস্যজীবি, মৎস্যচাষী ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ মৎস্য অধিদপ্তর এবং অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

সভায় জলবায়ু পরিবর্তন ও সহনশীলতা সম্পর্কিত বিভিন্ন সচেতনামূলক নাটিকা, গান, ছবি অঙ্কন ইত্যাদি প্রদর্শন করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে  প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code