Sharing is caring!
দোয়েল, বাঘা, রাজশাহী, প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর-২৫) সকাল১০ টার দিকে বাঘা নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন বাঘা-বানেশ্বর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। সে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের ৪ নং মনিগ্রাম ইউনিয়নের-৭ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ও গঙ্গারামপুর গ্রামের আঃ সালাম এর ছেলে শাহিনুর রহমান (৪০)।
প্রত্যক্ষদর্শিরা জানান,সে মোটরসাইকল যোগে বাঘা বাজার হতে নিজ বাড়িতে যাবার পথে নতুন বাস স্ট্যান্ড পৌছলে সামনে থেকে আসা এক ব্যাটারি চালিত ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গেলে তার মাথায় আঘাত প্রাপ্ত হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়।
এসময় স্থানীয়রা তাকে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে। তার অবস্থা আশংকাজনক দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জেলা ও উপজেলা বিএনপি’র নেতা-কর্মীরা।#