জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, লোহাগাড়া, চট্টগ্রামের উদ্যোগে চরম্বা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২শতাধিক ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মধ্যে সেদ্ধ ডিম বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এ সেদ্ধডিম বিতরণ উৎসবে স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রীর-অভিভাবকগণ, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
লোহাগাড়া উপজেলা প্রাণিসম্পদ অফিসার, ডা. সেতু ভূষণ দাশ বলেন, ‘মেধাবী জাতি গঠনে প্রাণিজ আমিষের কোন বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম যুক্ত করার উদ্দেশ্যে ‘স্কুল এগ ফিডিং’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ আগামীতে লোহাগাড়া উপজেলায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প থেকে দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে প্রতিদিন দুধ খাওয়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান উপজেলা প্রাণিসম্পদ অফিসার।