Sharing is caring!
এম.এ.মান্নান,নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
ন্যায়-ইনসাফভিত্তিক, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং নাগরপুর–দেলদুয়ার অঞ্চলের সার্বিক উন্নয়নের অঙ্গীকার নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডা.এ.কে.এম আবদুল হামিদ মঙ্গলবার (০২ ডিসেম্বর ২০২৫) নাগরপুর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
দাঁড়িপাল্লা মার্কার এই প্রার্থী বর্তমানে টাঙ্গাইল ধলেশ্বরী হাসপাতালের চেয়ারম্যান, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) টাঙ্গাইল জেলা শাখার প্রেসিডেন্ট এবং টাঙ্গাইল জেলা ক্লিনিক মালিক সমিতির কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
গণসংযোগে অংশ নিয়ে ডা. আবদুল হামিদ বলেন, জামায়াত সাধারন মানুষের মধ্যে সবসময় আশাবাদী ধারা তৈরি করে। মানুষ ইতিবাচক পরিবর্তন চায়। আমরা দায়িত্ব পেলে দেশের প্রতিটি ক্ষেত্রে সুস্পষ্ট পরিবর্তন আনতে পারব, ইনশাআল্লাহ।
তিনি দোকানপাট, রাস্তা ও জনসমাগমস্থলে ভোটারদের হাতে লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যার খোঁজখবর নেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম,সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম, নাগরপুর উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম.এ. মান্নান,ক্রীড়া সম্পাদক ব্যারিষ্টার হাসনাত জামিল, নাগরপুর সদর ইউনিয়ন জামায়াত সভাপতি মোঃ ইমরান হোসাইন,মামুদনগর ইউনিয়ন জামায়াত সভাপতি মোঃ মাসুদ হাসান, ব্যবসায়ী নেতা আব্দুর রশিদ হারুন,নাগরপুর সদর ইউনিয়ন জামায়াত সেক্রেটারি মো.মিজানুর রহমান,যুবনেতা আব্দুস সবুর সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ গণসংযোগে অংশ নেন।