Sharing is caring!
ফাহাদ, লোহাগাড়া প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়া প্রেসক্লাব’র উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। পরে দুপুর ১২ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মো: শাহজাদা মিনহাজের সঞ্চালনায় সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক এরশাদ আলম, অর্থ সম্পাদক মুজাহিদ হোসাইন, প্রচার-প্রকাশনা সম্পাদক এহতেশামুল হক, দপ্তর সম্পাদক মোক্তার হোসেন, যুগ্ন সম্পাদ কাইছার হামিদ তুষার, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে এম এম আহমদ মনির, অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, দেলোয়ার হোসেন রশিদী, রায়হান সিকদার, সাত্তার সিকদার, আবদুল ওয়াহাব, আবুল কালাক আজাদ, আতাউর রহমান মাসুদ, মোছাদ্দেক হোসেন, আবু আদ নাহিয়ান, মোহাম্মদ ইউসুফ ও ফাহাদ চৌধুরী প্রমুখ। মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান। বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গণমাধ্যমের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।বিকাল ৫ টায় আমিরাবাদ কিক জোন টার্ফে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। শেষে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।