Sharing is caring!
রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:
মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে জেলার বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন মহোদয়। জেলা পুলিশ আয়োজিত এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আবুল খয়ের।
অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুল ও শুভেচ্ছা উপহার তুলে দেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন মহোদয়।
এ সময় পুলিশের বীর মুক্তিযোদ্ধাগণ মুক্তিযুদ্ধে তাঁদের অংশগ্রহণ, বিভিন্ন অপারেশন এবং যুদ্ধকালীন স্মৃতিচারণ তুলে ধরেন। তাঁরা এ ধরনের সম্মানজনক আয়োজনের জন্য মৌলভীবাজার জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন,
‘আপনারা আমাদের পথপ্রদর্শক, কারণ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রাজারবাগ থেকে অস্ত্র হাতে আপনারাই প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন। কোন সন্তান যেমন পিতামাতার ঋণ শোধ করতে পারবে না, তেমনি আপনাদের এই ঋণ জাতি কখনো শোধ করতে পারবে না।’
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএমসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।