Sharing is caring!
রেডটাইমস ডেস্ক মৌলভীবাজারঃ
মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
জসীম উদ্দিন মাসুদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সুনিল কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অফিসের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।