আজ শনিবার, ৩রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া’র মহাপ্রয়াণ লাভ

editor
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ণ
একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া’র মহাপ্রয়াণ লাভ

Sharing is caring!

Manual2 Ad Code
লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া:
একুশে পদকপ্রাপ্ত, ছড়ার যাদুকর সুকুমার বড়ুয়া’র মহাপ্রয়াণ লাভ চট্টগ্রামের কৃতীসন্তান, প্রথিতযশা ছড়াকার- যিনি সারাদেশে ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে ‘ছড়াজাদুকর’ নামে খ্যাত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতৃক একুশে পদক প্রাপ্ত সুকুমার বড়ুয়া আর আমাদের মাঝে নেই।
শুক্রবার, (২ জানুয়ারি) সকাল ৬. ৫৫ ঘটিকায় তিনি পরপারে গমন করেছেন। শিশু-কিশোর সাহিত্যে তাঁর সৃষ্টিশীলতা, শব্দের খেলায় প্রাণবন্ত ছন্দ ও মানবিক বোধে উজ্জ্বল ছড়াগুলো বাংলা সাহিত্যের এক অনন্য সম্পদ। সহজ ভাষায় গভীর অনুভব, হাসি-কান্না ও সমাজচেতনার মেলবন্ধনে তিনি প্রজন্মের পর প্রজন্মকে আনন্দ ও মূল্যবোধে সমৃদ্ধ করেছেন।
তাঁর কলমে শিশুমনের কৌতূহল যেমন রঙিন হয়েছে, তেমনি সমাজও পেয়েছে সচেতনতার দীপ্ত আলো। তাঁর মহাপ্রয়াণে বাংলা ছড়াসাহিত্যে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো। আমরা হারালাম এক নিবেদিতপ্রাণ সাহিত্যসাধককে; কিন্তু তাঁর সৃষ্টির আলো, ছন্দ ও স্বপ্ন আমাদের হৃদয়ে চিরজাগরুক থাকবে।
সুকুমার বড়ুয়া বাংলাদেশের প্রখ্যাত ছড়াকার। ১৯৩৮ সালের ৫ জানুয়ারি চট্টগ্রাম জেলার রাউজান থানার মধ্যম বিনাজুরি গ্রামে জন্ম। বিষয়-বৈচিত্র্য, সরস উপস্থাপনা, ছন্দ ও অন্তমিলের অপূর্ব সমন্বয় তার ছড়াকে করেছে স্বতন্ত্র। প্রাঞ্জল ভাষায় আটপৌরে বিষয়কেও তিনি ছড়ায় ভিন্নমাত্রা দেন। তার ছড়া একাধারে বুদ্ধিদীপ্ত, তীক্ষ্ণ , শাণিত আবার কোমলও বটে।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, রাউজান ক্লাব সম্মাননা, কবীর চৌধুরী শিশু সাহিত্য পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদকসহ নানান সম্মাননায় ভূষিত হন। প্রয়াত সুকুমার বড়ুয়া’র প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন সহ শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং তাঁর নৈর্বাণিক শান্তি-সুখ কামনা করছি।।
Manual1 Ad Code
Manual6 Ad Code