শীতের তীব্রতা থেকে গ্রাম্য পুলিশদের সুরক্ষা দিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) দুপুরে পীরগঞ্জ থানা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত ১শ’ গ্রাম্য পুলিশের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম, এসআই আব্দুল হালিম খান, হামিদুল ইসলাম, রেজা, সজল বসাক, এএসআই বেলাল হোসেন, শহিদুল ইসলাম, রাশেদুল ইসলাম সহ থানা পুলিশের অন্যান্য সদস্য ও গ্রাম্য পুলিশরা।
এ সময় অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম বলেন, গ্রাম্য পুলিশরা গ্রাম পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। শীতের এই কঠিন সময়ে দায়িত্ব পালন করতে গিয়ে তারা নানা ভোগান্তির মুখে পড়েন। তাদের কষ্ট কিছুটা লাঘব করতেই পীরগঞ্জ থানার পক্ষ থেকে এই কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত গ্রাম্য পুলিশ সদস্যরা এ মানবিক উদ্যোগের জন্য পীরগঞ্জ থানা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, শীতের রাতে ও ভোরে দায়িত্ব পালনের সময় এই কম্বল তাদের জন্য অত্যন্ত উপকারী হবে।
স্থানীয়রা পীরগঞ্জ থানার এ মানবিক ও প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।