আজ শনিবার, ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

দীর্ঘ এক যুগ পর মাতৃভূমি বাংলাদেশে আসছেন যুক্তরাজ্য বিএনপি’র শীর্ষ নেতা আবেদ রাজা

editor
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৫, ০৭:৩০ অপরাহ্ণ
দীর্ঘ এক যুগ পর মাতৃভূমি বাংলাদেশে আসছেন যুক্তরাজ্য বিএনপি’র শীর্ষ নেতা আবেদ রাজা

Sharing is caring!


Manual4 Ad Code
সালেহ আহমদ (স’লিপক):
যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি ও লন্ডন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবেদ রাজা দীর্ঘ এক যুগ পর মাতৃভূমি বাংলাদেশে পা রাখতে চলেছেন।
আগামী মঙ্গলবার (১৪ জানুয়ারি) তিনি লন্ডন থেকে সরাসরি ফ্লাইটে সকাল ১১টায় ঢাকার হযরত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। একই দিন দুপুর ৩টায় তিনি ঢাকা থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা নিশ্চিত করেছেন।
তিনি বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করবেন।
আবেদ রাজা দীর্ঘদিন প্রবাসে অবস্থান করলেও দেশের প্রতি তার ভালোবাসা অটুট। তিনি ব্যক্তিগতভাবে গভীর দুঃখ প্রকাশ করেছেন, কারণ বিগত সরকারের নিপীড়ন ও দমননীতির কারণে জন্মধাত্রী মা এবং বড় ভাইয়ের জানাজায় উপস্থিত থাকার সুযোগ পাননি।
দেশে ফিরে বিএনপি’র নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কাজ করবেন জানিয়ে আবেদ রাজা বলেন, স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার আমার পরিবার হাঁরানোর বেদনাকে বহুগুণ বাড়িয়েছে। তবে দেশের জনগণের প্রতি আমার দায়িত্ব এবং ভালোবাসা কখনোই কমেনি। এবার আমি দেশে ফিরে তাদের সাথেই সময় কাটাবো এবং তাদের পাশে থাকার চেষ্টা করবো।
উল্লেখ্য, আবেদ রাজা বর্তমানে যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি এবং লন্ডন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি দক্ষিণ সুরমা যুবদলের সাবেক সভাপতি এবং সিলেট সদর থানা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মাহবুব আলী খান স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবেও সক্রিয় ভূমিকা পালন করেছেন।
Manual1 Ad Code
Manual6 Ad Code