আজ মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন না ঘটলে জাতির প্রত্যাশা পূরণে বিঘ্নতা ঘটবে- মৌলভীবাজারে সিইসি

editor
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২৫, ০৭:১০ অপরাহ্ণ
সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন না ঘটলে জাতির প্রত্যাশা পূরণে বিঘ্নতা ঘটবে- মৌলভীবাজারে সিইসি

Sharing is caring!

Manual4 Ad Code
সালেহ আহমদ (স’লিপক):
প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম. নাসির উদ্দিন (সিইসি) বলেছেন, আমরা একটা ভিন্নধর্মী পরিস্থিতিতে নির্বাচনের দায়িত্ব ঘাড়ে নিয়েছি। প্রায় ১৫/১৬ বছর একটা জাতি আন্দোলন করেছে ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য। স্বভাবতই মানুষের প্রত্যাশা কিন্তু অত্যন্ত বেশি। সরকারের কাছ থেকেও প্রত্যাশা বেশি, আমাদের কাছ থেকেও প্রত্যাশা বেশি। আমাদের প্রত্যাশাও বেশি এখন। সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন না ঘটলে জাতির প্রত্যাশা পূরণে বিঘ্নতা ঘটবে।
তিনি আরো বলেন, মানুষের চাহিদা নির্বাচন সুষ্ঠু হোক। আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এ ব্যাপারে হালনাগাদ ভোটার তালিকা প্রণয়নে সর্বস্তরের সহযোগিতা একান্ত প্রয়োজন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় মৌলভীবাজার জেলা শহরের বেঙ্গল কনভেশন হল রুমে নির্বাচনি প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি (CBTEP) প্রকল্প কর্তৃক আয়োজিত “ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়” শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম. নাসির উদ্দিন (সিইসি) এসব কথা বলেন।
ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম।
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ এমদাদুল হক ও বিশ্বনাথ উপজেলা নির্বাচন অফিসার স্বর্ণালী চক্রবর্ত্তী দ্বয়ের যৌথ সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে,এম আলী নেওয়াজ, মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মোঃ মঈন উদ্দীন খান, নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-প্রধান (উপ-সচিব) ও CSTEP প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়।
Manual1 Ad Code
Manual5 Ad Code