আজ রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়া আল-আকসা মডেল মাদ্রাসার ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন

editor
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৫, ০৪:১৭ অপরাহ্ণ
লোহাগাড়া আল-আকসা মডেল মাদ্রাসার ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন

Oplus_131072

Sharing is caring!

Manual2 Ad Code
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়ার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া আল-আকসা মডেল মাদ্রাসার ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে  আমিরাবাদ আলুরঘাট রোড সংলগ্ন মাদ্রাসার হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক ফারহান মাহাবুব মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নুরুল ইসলাম লোহাগাড়া উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার, আবু তাহের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজে, আবু সিদ্দিক স্বত্বাধিকারীর সামরাস ট্রাভেলস এন্ড ট্যুরস, মোহাম্মদ আব্দুল জব্বার সিনিয়র শিক্ষক আল হিদায়াহ মডেল মাদ্রাসা, মোহাম্মদ ওবাইদ বিন নূর, সভাপতি সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন, মোহাম্মদ সাইফুল ইসলাম সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের সহ-অর্থসম্পাদক, বড়হাতিয়া বাজারের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ।
লোহাগাড়া আল আকসা মডেল মাদরাসার এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান বলেন, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে না পারলে অন্যান্য সব শিক্ষায় বৃথা। সন্তানদের সহীহভাবে কুরআন শিক্ষা দিতে হবে। দ্বীনি ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে পারলেই সমাজ ও জাতি এ প্রজন্ম থেকে ভবিষ্যতে ভাল ও উত্তম কিছু আশা রাখতে পারবেন।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, সমাজে কুরআনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য এ মহৎ উদ্যোগ হাতে নিয়েছি, সবার সহযোগিতায় সমাজের প্রতিটি ঘরে দ্বীনি আলো পৌঁছে দিতে পারবো।
তিনি আরও বলেন, যে সকল পরিবারের আর্থিক সমস্যার কারণে সন্তানদের পড়াশোনা করাতে পারছেন না, তাদের জন্য প্রয়োজনে সম্পূর্ণ ফ্রিতে এ প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ করে দেবো।
Manual1 Ad Code
Manual6 Ad Code