আজ মঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় অগ্নিকান্ডে ১৭ দোকান পুড়ে ছাই

editor
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৫, ০৩:২২ অপরাহ্ণ
লোহাগাড়ায় অগ্নিকান্ডে ১৭ দোকান পুড়ে ছাই

Sharing is caring!

Manual3 Ad Code
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়ন লোহাগাড়ার দক্ষিণ সুখছড়ি খালেকীয়া দরবার শরীফ ষ্টেশনে অগ্নিকান্ডে ১৭ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (১৫ জানুয়ারি) ভোর আনুমানিক পৌণে ৫ টায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।

Manual6 Ad Code

ক্ষতিগ্রস্ত দোকানের মালিকেরা হলেন যথাক্রমে মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ মিনহাজ উদ্দীন, মোঃ তৈয়ব, তৌহিদুল আজিম, জাফর আহমদ, মোঃ আনোয়ার, মোঃ সেলিম, আবদুল আহাদ, রুহিদুল ইসলাম, সজল শীল, সুনীল দাশ, আবদুল হাফেজ, মাস্টার নুরুচ্ছফা, মোঃ রেজাউল করিম, আবু তাহের, ধন কান্তি দাশ ও মোঃ কুতুব উদ্দীন প্রমুখ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক পৌণে ৫ টায় তাঁরা অগ্নিদগ্ধ মার্কেটের একটি জায়গা থেকে দাউ-দাউ করে আগুন জ¦লতে দেখেছেন। এরপর জনগণের শোর-চিৎকারে চতুর্দিক থেকে লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা চালানোর পর ও সহজেই আগুন নিয়স্ত্রণে আনতে পারেননি। এরপর তাঁদের মধ্যে কেউ কেউ জানান, তাঁরা ফায়ার সার্ভিস ষ্টেশনের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হন।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ষ্টেশন সদস্যরা আনুমানিক ৬ টার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়স্ত্রণে আনার চেষ্টা চালান। এরপরও ততোক্ষণে ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ ব্যাপারে স্থানীয় বাসীন্দা শাহেদ হোসাইন জানান, তিনি ফজরের নামাজের পূর্বেই মার্কেটে অগ্নিকান্ডের সূত্রপাত দেখতে পান। নিমিষের মধ্যে আগুন দাউ-দাউ করে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এর মধ্যে তাঁরা বহুবার ফায়ার সার্ভিস ষ্টেশনের সহিত মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন। এরমধ্যে স্থানীয়রা প্রাণপণ চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। যে কারণে ভয়াবহ অগ্নিকান্ডে উল্লেখিত ১৭ জনের দোকান পুড়ে ছাই হয়ে যায়।

Manual3 Ad Code

পরে ফায়ার সার্ভিস ষ্টেশনের লোকজন উপস্থিত হয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আনোয়ার টেলিকম এর মালিক মোহাম্মদ আনোয়ার  জানান, তিনি নিত্যদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। ভোরে অগ্নিকান্ডের খবর শুনে ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই তাঁর দোকান পুড়ে যায়। এতে তাঁর নগদ টাকাসহ প্রায় ২ থেকে আড়াই লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানান।

এ প্রসঙ্গে লোহাগাড়া ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার রুবেল আলম জানান, তাঁরা ভোর ৫ টা ৩০ মিনিটে ৯৯৯ এর মাধ্যমে অগ্নিকান্ডের ঘটনা সম্পর্কে জানতে পারেন। ঘটনার জানার পর তাঁরা দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ ভোর ৬ টা ৭ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর তাঁরা জনগণের ক্ষোভের মাঝে পড়েও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাতে থাকেন। পরে তাঁদের সার্বিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাঁরা প্রাথমিকভাবে ধারণা করেছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে তাঁরা জানাতে পারেননি। তদন্তের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে বলে তিনি উল্লেখ করেছেন।

Manual8 Ad Code

অগ্নিকান্ডের খবর পেয়ে পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান। এসময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের আর্থিক সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code