আজ বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নিশ্চয়ই রাসুল (স:) এর জীবনে রয়েছে মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ- অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা

editor
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৫, ০৩:৫০ অপরাহ্ণ
নিশ্চয়ই রাসুল (স:) এর জীবনে রয়েছে মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ- অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা

Sharing is caring!

Manual2 Ad Code
সিলেট ডেস্ক:
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (সেবা) মাসুদ রানা বলেছেন, নিশ্চয়ই রাসুল (স:) এর জীবনে রয়েছে মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। মানবতার মুক্তির দিশারী, রাহমাতুল্লিল আল আমিন হযরত মোহাম্মদ (স:) এর জীবন দর্শন অনুস্মরণ অনুকরণের মাধ্যমে মানুষের ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি নিহিত রয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায়  সিলেট নগরীর পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সীরাতুন্নবী (স:) মাহফিল-২০২৫ উপলক্ষে মহানবী হযরত মোহাম্মদ (স:) এর জীবনীর উপর আলোচনা ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (সেবা) মাসুদ রানা এ কথাগুলো বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) বশির আহমদ, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহমদ,ম্যানেজিং কমিটির সদস্য ও বিশিষ্ট সাংবাদিক কলামিষ্ট আফতাব চৌধুরী।
নবী করীম হযরত মোহাম্মদ (স:) এর জীবনীর উপর আলোচনা করেন পুলিশ লাইনস জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাওলানা শাহ নেওয়াজ।
এসময় পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সীরাতুন্নবী (স:) মাহফিল-২০২৫ উদযাপন কমিটির আহ্বায়ক সিনিয়র শিক্ষক নাজির উদ্দিন আহমদ, সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদেও মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
Manual1 Ad Code
Manual3 Ad Code