আজ সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট সি‌টির প্রশাসকের সা‌থে সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ড‌শিপ ফাউ‌ন্ডেশনের সৌজন্য স্বাক্ষাত বি‌নিময়

editor
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৪, ০৫:১৩ অপরাহ্ণ

Sharing is caring!


Manual4 Ad Code
নিজস্ব প্রতি‌বেদক:
হযরত শাহজালাল (রাঃ) এবং হযরত শাহ পরাণ (রাঃ) এর স্মৃতি বিজড়িত বাংলা‌দে‌শের আধ‌্যা‌তিক রাজধানীখ‌্যাত পূণ্যভূমি সিলেট।
সিলেট সি‌টি ক‌র্পো‌রেশনের নিজ অ‌ফি‌সে ৭ ন‌ভেম্বর ২০২৪, বৃহস্প‌তিবার সিলেট সি‌টি ক‌র্পো‌রেশনের মাননীয় প্রশাসক (নগর‌পিতা) ও সি‌লেট বিভাগীয় ক‌মি‌শনার (অ‌তি‌রিক্ত স‌চিব) চট্টগ্রা‌মের কৃ‌তি সন্তান আবু আহমেদ ‌সি‌দ্দিকী এন‌ডি‌সি ম‌হোদয়ের সা‌থে সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন পক্ষ থে‌কে প্রতিষ্ঠাতা সভাপ‌তি মোঃ শ‌হিদুল ইসলাম সৌজন‌্য স্বাক্ষাত বি‌নিময় ক‌রেন।

এসময় সি‌লে‌টের চলমান বি‌ভিন্ন উন্নয়ন প্রকল্প দূ‌নীতিমুক্ত করণ ও বি‌শেষ ক‌রে ওলিকু‌লের শিরোমণি হযরত শাহজালাল (র:) দরবার শরী‌ফে ম‌হিলা ইবাদতখানায় আগন্তুক মা-‌বোন‌দের নিরাপদ এবাদত করার জন‌্য নিরাপত্তা ব‌্যবস্থা জোরদার করার দাবী জা‌নান।

Manual3 Ad Code

এসময় দা‌য়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তা‌দের তি‌নি ব‌লেন অ‌তি দ্রুত স‌ঠিকভা‌বে ‌নির্মাণ কাজ সম্পন্ন করার নির্দেশ দেন এবং সিলেট শহর যানজট ও ফুটপাত মুক্ত, অসহায় গ‌রিব হকারদের লাল‌দিঘীপাড়ে পুনঃস্থাপনের পর হকার‌দের সু‌যোগ সু‌বিদা, কাষ্টমার যাতায়াত ব‌্যবস্থা সহজ করার দাবী নি‌য়েছেন।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code