আজ শুক্রবার, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

কাপাসিয়ায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

editor
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ণ
কাপাসিয়ায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

Sharing is caring!

Manual8 Ad Code
আকরাম হোসেন হিরন,কাপাসিয়া ( গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর মো. সাজিদ আহমেদ সাফাত (৬) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৯ জানুয়ারি)  সকালে উপজেলার কাপাসিয়া গ্রামের মধ্যপাড়া শীতলক্ষ্যা নদীর পাড় বালুর গদির পাশ থেকে উদ্ধার করা হয় লাশটি।
নিহত সাজিদ আহমেদ সাফাত  উপজেলার সদর ইউনিয়নের দস্যু নারায়ণপুর এলাকার প্রবাসী মো. সোহাগ হোসেনের ছেলে। সাফাত বঙ্গতাজ প্রি ক্যাডেট একাডেমির প্রি-প্রাইমারির ছাত্র।পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কাপাসিয়া মধ্যপাড়া নানাবাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হন সাফাত।
সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে বিষয়টি কাপাসিয়া থানাকে জানায় সাফাতের পরিবার। পরে বুধবার সকালে শীতলক্ষ্যা নদীর পাড়ের বালুর গদির পাশ থেকে বস্তাবন্দি সিফাতের লাশ দেখতে পান স্থানীয়রা।
এ ব্যাপারে কাপাসিয়া থানার ওসি মো. কামাল হোসেন বলেন, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Manual1 Ad Code
Manual5 Ad Code