আজ বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে বিএসপিএল ২০২৫ টুর্ণামেন্টের ফাইনাল খেলা সফলভাবে সম্পন্ন

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৬:১৪ অপরাহ্ণ
মৌলভীবাজারে বিএসপিএল ২০২৫ টুর্ণামেন্টের ফাইনাল খেলা সফলভাবে সম্পন্ন

Sharing is caring!

Manual3 Ad Code
সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারে বড়কাপন শেখারগাঁও প্রিমিয়ার লীগ (বিএসপিএল) ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ শেখেরগাঁও মাঠে বিএসপিএল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে শক্তিশালী দু’টি দল বড়কাপন শেখরগাঁও স্পোর্টস ক্লাব (বিএস স্পোর্টস ক্লাব) বনাম ফাহাদ ফাইটারস একে অপরের মুখোমুখি হয়।
ফাহাদ ফাইটার্স টসে জিতে বিএস স্পোর্টস ক্লাবকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। নির্ধারিত ১৬ ওভারের খেলায় ১৫.১ বলে ১৬২ রানে বিএস স্পোর্টস ক্লাব অলআউট হয়ে যায়। ১৬২ রান তারা করতে নেমে ফাহাদ ফাইটার ১৬ ওভার ব্যাটিং করে ১৪৪ রান করতে সমর্থ হয়। এতে বিএস স্পোর্টস ক্লাব ১৮ রানে জয় লাভ করে।
খেলার স্কোর: বিএস স্পোর্টস ক্লাব [১১৬/১০ (১৫.১ ওভার)] বনাম রায়হান ফাইটার্স [১৪৪/৮ (১৬ ওভার)], বিএস স্পোর্টস ক্লাব ১৮ রানে বিজয়। ম্যান অব দ্যা ম্যাচ তাহসান রাহী (১৮ বলে ৪৪ রান)।
Manual1 Ad Code
Manual5 Ad Code