আজ শনিবার, ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কাপাসিয়া কেন্দ্রীয় সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা 

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৫:১৫ অপরাহ্ণ
কাপাসিয়া কেন্দ্রীয় সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা 

Sharing is caring!

Manual7 Ad Code
আকরাম হোসেন হিরন,কাপাসিয়া প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৩৮তম বার্ষিক সাধারণ সভা সোমবার (২৪ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পল্লী উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে সকাল ১১টায় এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলারা আক্তার মনি বলেন, ১৯৭৩সালে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি ঘঠন করা হয় এবং অদ্য সময় পর্যন্ত এই উপজেলার সমিতি পরিচালিত হয়ে আসছে।
উপজেলার প্রত্যেকটি সমবায় সমিতির সদস্যরা আরডিও অফিস থেকে লোন নিয়ে নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সদস্যরা যাতে তাদের কার্যক্রম ভাল ভাবে চালাতে পারে তার জন্য আমাদের এখান থেকে প্রতিবছর সমিতির সদস্যদের প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া সমিতির অধিকাংশ সদস্যরা লোন নিয়ে লোন পরিশোধ করে আসছে আবার অনেকে লোন না নিয়ে শুধু সঞ্চয় জমা করছে। উপজেলার বিভিন্ন এলাকার সমিতির যে সকল সভাপতি ,সাধারন সম্পাদক ও সদস্যরা পল্লী উন্নয়ন অফিস থেকে লোন নিয়ে ভাল কাজ করেছে তাদেরকে উৎসাহ উদ্বীপনা বাড়ানোর জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়। এবারও তাদেরকে পুরস্কার প্রদান হয়।
ইউসিসি’র ব্যবস্থাপনা পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন আরজু’র সভপতিত্বে ও ফিল্ড অর্গানাইজার আল এমরানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মীর মাসুদ করিম, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জহিরুল হক প্রমুখ। এ-সময়  উপজেলা সমবায়ী ও স্থানীয় স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Manual1 Ad Code
Manual8 Ad Code