আজ রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমার সিলামে ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

editor
প্রকাশিত মার্চ ২২, ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ণ
দক্ষিণ সুরমার সিলামে ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Sharing is caring!

Manual8 Ad Code
সিলেট ডেস্ক:
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে নির্বিচারে বোমা হামলা ও নিরীহ ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বাদ জুম্মা সিলাম জামে মসজিদের সামনে সিলাম স্বপ্ন সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে সংস্থার সভাপতি তাজুল ইসলাম জনির সভাপতিত্বে ও ছাত্রনেতা আবু ছালেহ এর সঞ্চালনায় এক প্রতিবাদ সভা ও দোয়া  অনুষ্ঠিত হয়।
এর আগে একটি প্রতিবাদ মিছিল সিলাম চকেরবাজার হয়ে নিজ সিলাম পয়েন্ট পর্যন্ত প্রদক্ষিণ শেষে মসজিদের সামনে এসে শেষ হয়। প্রতিবাদ সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলাম স্বপ্ন সমাজকল্যাণ সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোতাকাব্বের ফাহাদ।
প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলাম জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা মাহবুবুর রহমান। অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম আহমদ আলী, সিলাম শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সহ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুরন প্রমুখ।
এসময় সমাজসেবী শফিকুল ইসলাম, সিলাম জামে মসজিদের মোতাওয়াল্লি হাজী সাজ্জাদ মিয়া কাপ্তান, সিলাম ইউপির ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার শফিকুল হক, সিলাম স্বপ্ন সমাজকল্যাণ সংস্থার শুভাকাঙ্খী ও সমাজসেবী সুমনুল কবির, সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন সুজন, সাধারণ সম্পাদক মোঃ সুহেল আহমদ, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক আদিল হোসেন লিমন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাজ খান ইমন, অর্থ সম্পাদক আজহারুল ইসলাম হামজা, দপ্তর সম্পাদক আব্বাস উদ্দিন, শিক্ষা প্রকাশনা বিষয়ক সম্পাদক  মোঃ আব্দুস সামাদ, ধর্ম বিষয়ক সম্পাদক  মোঃ মারকাজুল ইসলাম, প্রবাসী বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল ইসলাম রাহিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক সানোয়ার বক্ত রাহিন, কৃষি বিষয়ক সম্পাদক সৈয়দ জুয়েল, নির্বাহী সদস্য নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
Manual1 Ad Code
Manual3 Ad Code