আজ মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতে ইসলামীকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

editor
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ণ
জামায়াতে ইসলামীকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Sharing is caring!


Manual7 Ad Code
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
“আমিরাবাদ রাজঘাটায় জামায়াত নেতার হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে স্থানীয় এক পরিবার।”
 ‘জাগ্রত পাহাড়’ নামক অনলাইন পত্রিকার ৬/৪/২৫ ইং তারিখে প্রকাশিত সংবাদের প্রকৃত সত্য ঘটনা হল- আমিরাবাদ রাজঘাটায় মরহুম আবদুল মালেক ড্রাইভার ও আবদুল বারী মাষ্টারের পরিবারে জায়গা জমি নিয়ে বিরোধ হলে উভয় পরিবারের অনুরোধে আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী নুরুল আলম চৌধুরী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে উভয় পক্ষের সাথে আলোচনার মাধ্যমে আপোষ মিমাংসা হয়। এখানে চাঁদা দাবির কোন ঘটনা ঘটে নাই এবং জামায়াতে ইসলামীর নেতা কর্মী বা অন্য  কেহ তাদেরকে নিরাপত্তার হুমকি ও দেয় নাই ।
কতিপয় স্বার্থান্বেষী লোক অতিরঞ্জিত সংবাদ প্রচার করে তিলকে তাল বানিয়ে  জামায়াতে ইসলামী ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি এ ধরনের ভুয়া, মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।
সংশ্লিষ্টপক্ষকে এ ধরনের গর্হিত কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হল।  অন্যথায়  আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।
অধ্যাপক মোহাম্মদ হাসান, আমির,
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমিরাবাদ ইউনিয়ন শাখা।
লোহাগাড়া, চট্টগ্রাম।
Manual1 Ad Code
Manual7 Ad Code