আজ রবিবার, ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কাপাসিয়ায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ 

editor
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৫, ০৫:২৪ অপরাহ্ণ
কাপাসিয়ায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ 

Sharing is caring!

Manual2 Ad Code
আকরাম হোসেন হিরন,কাপাসিয়া প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) সকালে কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার বিতরণ করা হয়।
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ সাহাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ বাহাউদ্দিন শেখ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা জহিরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, জেলা বিএনপির সদস্য ও কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজগর হোসেন খান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়াল যুক্ত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা এবং মডিউল গ্রুপের চেয়ারম্যান ডাঃ ফজিলাতুন নেসা।
উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, কাপাসিয়া ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট মোঃ আজিজুল হক বাবুল, যুবদল নেতা মামুনুর রশিদ, মহিবুর রহমান, আশরাফুল আলম সোহেল প্রমুখ।
উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ৫’ শতাধিক বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা, ক্রেষ্ট প্রদান, সনদপত্র ও আর্থিক অনুদান প্রদান করা হয়।
Manual1 Ad Code
Manual8 Ad Code