আজ রবিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে খাদ্যবান্ধব ডিলারদের সাথে আলোচনা সভা 

editor
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৫, ০৬:২৫ অপরাহ্ণ
কালীগঞ্জে খাদ্যবান্ধব ডিলারদের সাথে আলোচনা সভা 

Sharing is caring!


Manual7 Ad Code
তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর
গাজীপুরের কালীগঞ্জে খাদ্যবান্ধব ডিলারদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির কার্যক্রম আরও কার্যকর ও স্বচ্ছভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে  আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।
সভায় স্থানীয় জনপ্রতিনিধিসহ উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের সকল খাদ্যবান্ধব ডিলার এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আলাউদ্দিন ঢালী, সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে ডিলারদের দায়িত্বশীলতা ও সেবার মান বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন।
সভায় কর্মসূচি বাস্তবায়নে ডিলারগণ তাদের মতামত ও বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন এবং প্রশাসনের পক্ষ থেকে তাদের সমস্যা সমাধানে আশ্বাস দেওয়া হয়। এছাড়া, সঠিক সময়মতো খাদ্য বিতরণ, ওজনে যথার্থতা ও কার্ডধারীদের প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
ইউএনও তনিমা আফ্রাদ বলেন, “খাদ্যবান্ধব কর্মসূচি দেশের অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ কর্মসূচির সফল বাস্তবায়ন নিশ্চিত করতে ডিলারদের স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।”
Manual1 Ad Code
Manual5 Ad Code