আজ মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

জলঢাকায় মটর শ্রমিকের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত 

editor
প্রকাশিত মে ১, ২০২৫, ০২:১৭ অপরাহ্ণ
জলঢাকায় মটর শ্রমিকের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত 

Sharing is caring!

Manual5 Ad Code
মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধি:
“শ্রমিক-মালিক এক হয়ে  গড়বো এ দেশ নতুন করে”
এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস।
দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (১ লা মে) সকাল সাড়ে আটটায় বাসস্ট্যান্ড চত্বরে জাতীয় ও সংগঠনিক পতাকা উত্তোলন করে শ্রমিক নেতৃবৃন্দ। পরে বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন জলঢাকা উপ-কমিটির সভাপতি মমিনুর রহমান সিনিয়র ও সাধারন সম্পাদক আব্দুর রশিদ এর নেতৃত্বে একটি আনন্দ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমালা অর্পণ করে।
এসময় বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন, মাইক্রো শ্রমিক ইউনিয়ন, ট্রাক শ্রমিক ইউনিয়ন,লেবার শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের  সকল স্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমজীবী সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে।
Manual1 Ad Code
Manual6 Ad Code