আজ সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ত্রিপুরায় তীর ও কুপিয়ে তিন বাংলাদেশি নিহত, লাশ ফেরত দিল বিএসএফ

editor
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৫, ১২:৪১ অপরাহ্ণ
ত্রিপুরায় তীর ও কুপিয়ে তিন বাংলাদেশি নিহত, লাশ ফেরত দিল বিএসএফ

Sharing is caring!

Manual1 Ad Code
স্বপন কুমার সিংহ

ভারতের ত্রিপুরা রাজ্যে তীর মেরে ও কুপিয়ে হত্যার ঘটনায় নিহত তিন বাংলাদেশির লাশ দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে লাশগুলো ফেরত দেওয়া হয়।

নিহতরা হলেন—চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রামের আশ্বব আলীর ছেলে জুয়েল মিয়া (৩২), বাসুল্লা গ্রামের কনা মিয়ার ছেলে পণ্ডিত মিয়া (৪৫) এবং কবিলাশপুর গ্রামের আব্দুল কদ্দুস মিয়ার ছেলে সজল মিয়া (২০)

Manual7 Ad Code

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার বিদ্যাবিল এলাকায় স্থানীয় আদিবাসীরা তিন বাংলাদেশিকে কুপিয়ে ও তীর মেরে হত্যা করেন। ধারণা করা হচ্ছে, নিহতরা গরু পাচারের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করেছিলেন। রাতের অন্ধকারে স্থানীয়রা তাদের লক্ষ্য করে হামলা চালালে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

Manual6 Ad Code

পরে ভারতীয় পুলিশ লাশ উদ্ধার করে সাম্পাহারা থানায় নিয়ে যায়। ভারতে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে বাল্লা সীমান্ত ফাঁড়ির কমান্ডার আবুল খায়ের নেতৃত্বে বিজিবির কাছে লাশ তিনটি হস্তান্তর করে বিএসএফ।

Manual7 Ad Code

লাশ গ্রহণের সময় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

ওসি জাহিদুর রহমান রেডটাইমস কে জানান, “ভারতে ময়নাতদন্ত শেষে লাশগুলো আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। দেশে আনার পর পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

Manual1 Ad Code
Manual2 Ad Code