Sharing is caring!
বিনোদন প্রতিবেদক।
বাংলাদেশে প্রথমবারের মতো ‘ইন্টারন্যাশনাল আর্কাইভাল স্ট্যান্ডার্ড’-এর মূল্যায়নে দেশসেরা ডিজিটাল আর্কাইভ। হিসেবে স্বীকৃতি পেয়েছে সংগীতশিল্পী কামাল আহমেদের ‘ডিজিটাল আর্কাইভ অব কামাল আহমেদ’ (Digital Archive of Kamal Ahmed)। আর্কাইভটি পেয়েছে ৯৩/১০০- ডিজিটাল আর্কাইভিং কাঠামো, গবেষণা, কনসেন্ট, প্রযুক্তিগত উৎকর্ষতা, সূত্র, সত্যতা ও ব্যবহারবান্ধব উপস্থাপনার ভিত্তিতে দেওয়া সর্বোচ্চ স্কোরের অন্যতম।
ডিজিটাল আর্কাইভের নির্মাতা প্রতিষ্ঠান ‘ভার্সডসফট লিঃ’ কর্তৃপক্ষ জানান, ডিজিটাল আর্কাইভ প্রজেক্ট নিয়ে আমাদের অনবদ্য কনসেপ্ট, গবেষণা, আর্কাইভের সকল এলিমেন্ট, কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) সহযোগিতা, আমাদের ভবিষ্যত পরিকল্পনা, কোম্পানির স্বকীয়তা এবং ক্রিয়েটিভিটির সমন্বয়ে আমাদের টেকনিক্যাল, রিসার্চ ও ডেভেলপমেন্ট টিম এই অ্যাডভান্স রিপোর্ট তৈরি করেছে। এটি শুধু কোম্পানির জন্য নয়, বরং বাংলাদেশের প্রযুক্তি, ডিজিটাল কনটেন্ট ও ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির জন্যও এক গৌরবময় অর্জন।
ডিজিটাল আর্কাইভটি ইন্টারন্যাশনাল আর্কাইভাল স্ট্যান্ডার্ডে দেশসেরার স্বীকৃতি পেয়েছে-এই বিষয়ে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কামাল আহমেদ বলেন, শুরুতে একটি কথা না বললেই নয়, শিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারি পদক্ষেপ গ্রহণ করেছে আইটি প্রতিষ্ঠান ‘ভার্সডসফট লিঃ’। কারন, দেশের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিডর ডেভেলপমেন্ট নিয়ে তাদের চিন্তাভাবনা ও গবেষণা অনবদ্য। তারা যখন আমাকে ডিজিটাল আর্কাইভ ডেভেলপমেন্ট করার প্রস্তাব দেয় এবং বিষয়টির গুরুত্ব আমাকে ভালোভাবে বুঝাতে সক্ষম হয় তখন আমি ভালোভাবেই বুঝতে পারি এই ধরনের একটি আর্কাইভ সত্যি আমাকে বেশ সমৃদ্ধ করবে। কারন, আমার শিল্পীজীবন, সংগীতচর্চা, নানান অর্জন, আমার প্রফেশনাল জীবনসহ সকল বিষয়ে খুঁটিনাটি এই মাধ্যমে নিয়মিত উপস্থাপন করা হচ্ছে। আমার সকল অডিও অ্যালবাম, ভিডিও, গানের ক্রেডিউস, দেশে-বিদেশের অনুষ্ঠান, বিদেশে বিভিন্ন টেলিভিশনে আমার অনুষ্ঠান, সম্মাননা অর্জনের পাশাপাশি সকল বিষয় যুক্ত হয়েছে। প্রফেশনাল ক্যারিয়ারে আমি বাংলাদেশ বেতারে দীর্ঘ ৩৩ বছর দায়িত্ব পালন করেছি এবং সর্বশেষ উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) হিসেবে অবসর গ্রহণ করি। এই সকল বিষয়সহ আরও অনেক কিছু এই ডিজিটাল আর্কাইভে যুক্ত হয়েছে। আমি যতটুকু জানি আমাদের দেশে কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের ডিজিটাল আর্কাইভ রয়েছে। এবং প্রায় সবগুলোই নির্মাণ করেছে তারা। সেগুলোর মধ্যে আমার ডিজিটাল আর্কাইভটি যে এই অনন্য অর্জন করবে তা আমি কল্পনাও করিনি। এর জন্য আমি সকল ক্রেডিট দিতে চাই ‘ভার্সডলফট লিঃ’কে। কারন, তারা সবসময় প্রফেশনালিজম বজায় রাখার পাশাপাশি গবেষণা, সুদূরপ্রসারী নতুন নতুন পরিকল্পনার সমন্বয়ে ক্রিয়েটিভির সর্বোচ্চ গুরুত্ব দেয়।
কামাল আহমেদ আরও বলেন, ‘ভার্সডসফট’ খুবই প্রফেশনালি গুরুত্ব দিয়ে, জাস্টিফাইড ভাবে সকল বিষয় গবেষণা করে, আমার সকল তথ্য সংগ্রহ করার পাশাপাশি তা যথাযথভাবে ডিজিটাল আর্কাইভে নিয়মিত আপডেট করছে। ডিজিটাল আর্কাইভটি আন্তর্জাতিকভাবে উপস্থাপন ও গ্রহণযোগ্য করার জন্য করার জন্য ‘ভার্সডসফট লিঃ’ সকল প্রকারের স্ট্যান্ডার্ড মেইনটেইন করেছে। আমার অনেক কিছু গুছানো থাকলেও এভাবে যে সকল কিছু সংগ্রহ করে সংরক্ষণ করা যেতে পারে তা আমার ভাবনারও বাইরে ছিলো। আমার বিশ্বাস সংস্কৃতির লালন, প্রসারে এই ডিজিটাল আর্কাইভ স্থায়ীভাবে পরবর্তী প্রজন্মের জন্য সুন্দরভাবে রেখে যাওয়াটিও গুরুত্বপূর্ণ। এবং সংগীতশিল্পী, মিডিয়া বা বিভিন্ন সেক্টরের গুরুত্বপূর্ণ মানুষের উচিত নিজের একটি ডিজিটাল আর্কাইভ ডেভেলপমেন্ট এবং নিয়মিত মেনটেইন করা। আর্কাইভের গ্রহণযোগ্যতা ও বিশ্বস্ততার বিষয়ে বলতে হয়, এখানেক সকল কিছুর সাথে সঠিকভাবে রেফারেন্স যুক্ত করা হয়েছে। যা সকলের কাছে সত্যতা প্রমাণের পাশাপাশি নিঃসন্দেহে এর গ্রহণযোগ্যতা অনেক বেশি বৃদ্ধি করেছে। যার দরুন আমি সত্যি অভিভূত।
ভার্সডসফট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সংগীতশিল্পী ফাহিম ফয়সাল জানান, তথ্যপ্রযুক্তির এই যুগে নিজের সবল বর্ম, অর্জন বর্তমানের পাশাপাশি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দীর্ঘদিন গবেষণা করে বুঝতে পারি, একজন শিল্পীর কপিরাইট ও রাইটস ম্যানেজমেন্টে পেশাদারিত্ব, সংস্কৃতি ও মিডিয়া কনটেন্টের গভীর বোঝাপড়া, আইটি ইনফ্রাস্ট্রাকচার আন্তর্জাতিক মান বজায় রেখে আর্কাইভ সাজানোর দৃষ্টি, প্রযুক্তি ও সংস্কৃতির সমন্বিত উপস্থাপনাই এই ডিজিটাল আর্কাইভ। শুধু সংগীতশিল্পী নয়-মিডিয়া ব্যক্তিত্ব, অভিনেতা, লেখক, চিত্রশিল্পী, ক্রীড়াবিদ, কমিউনিটি লিডার, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী নেতা বা যে কোন অঙ্গণের
গুরুত্বপূর্ণ মানুষের নিজস্ব একটি ডিজিটাল আর্কাইভ ডেভেলপমেন্ট করা ও তা নিয়মিত আপডেট রাখা এখন সময়ে দাবি। তাই আমরা। গ্রাহকদের সর্বোচ্চ সেবার মান নিশ্চিত করতে সর্বদা সোচ্চার থাকি। আমাদের এই অনন্য অর্জনকে ধরে রাখতে আমরা আরও উন্নক প্রযুক্তি, গবেষণা ও প্রশিক্ষণে বিনিয়োগ করছি। আমাদের উপর আস্থা রাখার জন্য সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা।
‘ডিজিটাল আর্কাইভ অব কামাল আহমেদ’ এর প্রতিটি উপাদান আন্তর্জাতিক মান নিশ্চিত করে নির্মিত যেখানে রয়েছে নিখুঁত কন্টেন্ট স্ট্রাকচার, মাল্টিমিডিয়া ইন্টিগ্রেশন, ডায়নামিক ডেটা প্রসেসিং এবং ভবিষ্যত-উন্মুখ কনটেন্ট আপডেট ব্যবস্থা। এ আর্কাইভে সংরক্ষিত হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব কামাল আহমেদের পূর্ণাঙ্গ ক্যারিয়ারভিত্তিক ডেটা। এর মধ্যে রয়েছেড় সংগঠিত নেভিগেশন মেন্যু, বিস্তৃত বায়োগ্রাফি, ৪০০+ গানের অডিও স্ট্রিমিং লিংক (জনপ্রিয় সকল অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের লিংক), ভিডিও ক্যাটেগরি (আধুনিক গান, রবীন্দ্রসংগীত, দেশাত্মবোধক গান, লাইভ শো), ডিস্কোগ্রাফি ও সং ক্রেডিটস, লিরিকস আর্কাইভ, আর্টিকেল ও প্রেস কাভারেজ, ফটো গ্যালারি, অর্জন ও পুরস্কার, ক্যারিয়ার টাইমলাইন, নতুন রিলিজ, প্রোগ্রাম বুকিং কন্ট্যাক্ট সিসটেম ও সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন। এ ছাড়া রয়েছে শর্তাবলী এবং গোপনীয়তা নীতি- যা আর্কাইভটির পেশাগত ও আইনি স্বচ্ছতাকে নিশ্চিত করেছে। ডিজিটাল আর্কাইভ ডেভেলপমেন্টে কোম্পানিটির স্বকীয়তা- সফটওয়্যার ও আইটি ইনফ্রাস্ট্রাকচারের সমন্বিত দক্ষতা, স্থানীয় ভাষা, সাংস্কৃতিক ডেটা ও ব্যবহারকারীর আচরণ ভালোভাবে বোঝার সক্ষমতা, মাল্টিমডেল আর্কাইভ (টেক্সট অডিও ভিডিও) তৈরির দক্ষতা, দীর্ঘমেয়াদি আপডেট ও সাপোর্ট প্রদানের মতো স্কেলেবল স্থাপনা, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে প্রযুক্তিগত অবদান।
‘ইন্টারন্যাশনাল আর্কাইভাল স্ট্যান্ডার্ড’ অনুযায়ী দেশসেরা ডিজিটাল আর্কাইভের স্বীকৃতির রিপোর্ট দেখতে ভিজিট করুন ‘ডিজিটাল আর্কাইভ অব কামাল আহমেদ’ (Digital Archive of Kamal Ahmed) https://kamalahmedsinger.com/
‘ভার্সডসফট লিঃ’ সম্পর্কে জানতে: https://versedsoft.com/
আয়োজনেঃ
কামাল আহমেদঃ +৮৮০১৭১০-৯০২৯০২
ফাহিম ফয়সালঃ +৮৮০ ১৮১৯-০৪৩৪১৯