আজ মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ভয় কিসের, জয় তো আসবেই

editor
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ণ
ভয় কিসের, জয় তো আসবেই

Sharing is caring!

Manual8 Ad Code

 

ড. গোলসান আরা বেগম

Manual8 Ad Code

ভয় কিসের জয় তো আসবেই
কিষ্ণিত সময়ের ব্যবধান মাত্র
করো না হায় হায়
একদিন ফুল ফোটবে
সেই দিনের পথ চেয়ে থাকো।

আকাশটা কিনে রাখো হাতের মুঠোয়
মোটা হরফে লিখবে জয়ের কবিতা
উষ্ণ হাত তালি পাবে
জয়ের মালা পরবে
মুক্তির স্বাদ নিবে লুঠে আঁধার ঠেলে।

Manual4 Ad Code

আমার সুজিদ স্যার বলবেন হেসে
আমরা বাঙালি,বাঙালি হারে না
হারতে পারে না
মুক্ত বাতাসে বলবে মুক্তির কথা
যুক্তির আদরে পরাবে
লাল বৃত্ত টীপ সবুজ চাদরে
উড়বে লাল সবুজের জয় পতাকা।

 

Manual2 Ad Code

ড. গোলসান আরা বেগম ; কবি  শিক্ষাবিদ 

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code