আজ সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জুড়ীতে স্বর্ণা দাসের পরিবারকে ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির বৈশাখী উপহার

editor
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৫, ০৩:১২ অপরাহ্ণ
জুড়ীতে স্বর্ণা দাসের পরিবারকে ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির বৈশাখী উপহার

Sharing is caring!


Manual7 Ad Code
সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারের জুড়ীতে সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত কিশোরী স্বর্ণা দাসের পরিবারকে বৈশাখী উপহার হিসেবে নগদ অর্থ সহায়তা দিয়েছে ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটি।
সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩২ পহেলা বৈশাখে জুড়ী উপজেলার নিহত কিশোরী স্বর্ণা দাসের বাড়িতে গিয়ে তার বাবার হাতে ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আহসান কামরুল, সাধারণ সম্পাদক সজিব খান এবং দপ্তর সম্পাদক ওমর ফারুক এ উপহার তুলে দেন। স্বর্ণার বাবা পরেন্দ্র দাস এ উপহার পেয়ে ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সিনিয়র সাংবাদিক সালেহ বিপ্লব বলেন, ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির পক্ষ থেকে আপনারা আর্থিক সহায়তা নিয়ে দাঁড়ালেন, একজন পেশাদার সাংবাদিক হিসেবে এটা আমার কাছে ভিন্ন কিছু। এটা অনেক বড় দৃষ্টান্ত। আশা করি ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির এই পদাঙ্ক অনুসরণ করে আমাদের সাংবাদিক সহকর্মীরা এভাবেই মানুষের পাশে দাঁড়াবেন।
সাংবাদিক মোহসীন উল হাকিম বলেন, ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটি আজকে স্বর্ণা দাসের পরিবারকে যে আর্থিক সহায়তা করল, তাতে আমার ভীষণ ভালো লেগেছে। আশা করি সংগঠনটির সদস্যরা সাংবাদিকতার পাশাপাশি এমন মানবসেবামূলক কার্যক্রম এগিয়ে নেবে।
এসময় বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল মো. মেহেদী হাসান পিপিএম, বিজিবির মিডিয়া কনসালটেন্ট সাঈফ ইবনে রফিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Manual1 Ad Code
Manual5 Ad Code