আজ শুক্রবার, ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মো. রফিকুল ইসলাম

editor
প্রকাশিত মে ২২, ২০২৫, ০৭:৫২ অপরাহ্ণ
টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মো. রফিকুল ইসলাম

Sharing is caring!

এম.এ.মান্নান,নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুরে আইন শৃংঙ্খলা নিয়নন্ত্রসহ অপরাধ দমনে অনবদ্য অবদান রাখার স্বীকৃতিস্বরুপ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন ওসি মো. রফিকুল ইসলাম।
টাঙ্গাইল জেলার ১৩ থানার মধ্যে এপ্রিল মাসের শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন তিনি।
মঙ্গলবার (২০ মে) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক মিটিং এ নাগরপুর থানার ওসি মো. রফিকুল ইসলামের নাম ঘোষনা করা হয়। এ সময় জেলা পুলিশ সুপার মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই। এ পুরস্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে। আমি জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান স্যারসহ অন্যান্য স্যারদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করছি।