আজ সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

চেক ডিজঅনার মামলায় মূল চেক হারিয়ে গেলে কী করবেন? ফটোকপি কি সাক্ষ্য হিসেবে আদালতে চলবে?

editor
প্রকাশিত জুন ১৪, ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ণ
চেক ডিজঅনার মামলায় মূল চেক হারিয়ে গেলে কী করবেন? ফটোকপি কি সাক্ষ্য হিসেবে আদালতে চলবে?

Sharing is caring!

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক:

চেক ডিজঅনার বা প্রতারণার মামলায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায়ই সামনে আসে যদি মূল চেকটি হারিয়ে যায়, তাহলে কী তার ফটোকপি আদালতে প্রমাণ হিসেবে দাখিল করা যাবে? এমন পরিস্থিতিতে অনেকেই দুশ্চিন্তায় পড়েন, বিশেষ করে যদি মামলাটি ইতোমধ্যে চলমান থাকে। তবে আইনের চোখে এই প্রশ্নের একটি স্পষ্ট উত্তর রয়েছে।

Manual5 Ad Code

আইন অনুযায়ী, যদি মামলার বাদী তার দখলে থাকা মূল চেকটি হারিয়ে ফেলেন, তাহলে তিনি সাক্ষ্য আইন, ১৮৭২-এর ৬৫ ধারার আওতায় চেকটির ফটোকপি বা স্ক্যান কপিকে গৌণ সাক্ষ্য (secondary evidence) হিসেবে আদালতে উপস্থাপন করতে পারবেন। এটি আদালতের অনুমোদনসাপেক্ষে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়।

এ বিষয়ে ২০০৫ সালের একটি গুরুত্বপূর্ণ রায়ে কেরালা হাইকোর্ট ‘চিত্ররঞ্জন বনাম জয়রঞ্জন আইভি’ মামলায় মত প্রকাশ করে,“Only cheque lost, complainant wanted to use photocopies of the cheque. Section 65 of the Evidence Act authorizes party to adduce secondary evidence after observing formalities laid down in the section. So there is no legal bar to use photocopy as secondary evidence.”
এই রায়টি স্পষ্ট করে দেয় যে, যথাযথ প্রক্রিয়া মেনে চললে ফটোকপি বা স্ক্যান কপি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য।

প্রযুক্তির এই যুগে স্ক্যান কপিও ফটোকপির মতোই একটি বৈধ গৌণ সাক্ষ্য। যদি কেউ মূল চেকের একটি স্ক্যান কপি বা ফটোকপি সংরক্ষণ করে থাকেন এবং বিচারিক পর্যায়ে তা উপস্থাপন করতে চান, তাহলে আদালত তা গ্রহণ করতে পারে যদি প্রমাণিত হয় যে মূল দলিলটি সত্যিই হারিয়ে গেছে এবং তা পুনরুদ্ধার সম্ভব নয়।

সাক্ষ্য আইনের ৬৫ ধারার প্রয়োগে বিজয়ের সম্ভাবনা

সাক্ষ্য আইনের ধারা ৬৫ অনুযায়ী, গৌণ সাক্ষ্য তখনই গ্রহণযোগ্য যখন মূল দলিল হারিয়ে গেছে, নষ্ট হয়েছে বা আদালতের সামনে পেশ করা সম্ভব নয়। এক্ষেত্রে বাদী যদি উপযুক্ত কারণ দেখাতে পারেন এবং আদালত তা গ্রহণ করেন, তবে মামলায় বিজয়ের সম্ভাবনা যথেষ্ট বেড়ে যায়।

চেক ডিজঅনারের মামলায় চেক হারিয়ে যাওয়া মানেই যে আপনার মামলা দুর্বল হয়ে গেল, তা নয়। আইন আপনাকে বিকল্প পথ দেখিয়েছে গৌণ সাক্ষ্যের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার সুযোগ আছে। তবে সবকিছুই নির্ভর করবে আপনি কীভাবে এবং কতটা যুক্তিসম্মতভাবে আদালতে সেই গৌণ সাক্ষ্য উপস্থাপন করেন তার ওপর।

সতর্কতা ও প্রস্তুতির পরামর্শ

Manual6 Ad Code

আইনি জটিলতা এড়াতে সবসময় মূল চেকের স্ক্যান কপি কিংবা ফটোকপি সংরক্ষণ করুন। তা না হলে প্রমাণ উপস্থাপনে সমস্যায় পড়তে হতে পারে। একই সঙ্গে, মামলা শুরুর আগেই একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করাও গুরুত্বপূর্ণ।

 

Manual5 Ad Code

 

তথ্য সুএঃ জনকণ্ঠ

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code